বাংলা নিউজ > বায়োস্কোপ > Shubho Bibaho Slot: ‘এটা অন্যায়’, সোনামণি-হানির শুভ বিবাহের দিনক্ষণ জানিয়ে দিল জলসা! ৯ মাসে বন্ধ হচ্ছে এই হিট মেগা?
পরবর্তী খবর
সদ্য শুরু হয়েছে প্রতীক সেনের ‘উড়ান’। আর এবার সোনামণি সাহার কামব্যাক মেগার দিনক্ষণ-সময় জানিয়ে দিল স্টার জলসা। যা দেখে চোখ কপালে নেটপাড়ার। দর্শকদের একটা বড় অংশ বলছে ‘এটা ভুল সিদ্ধান্ত’। কেউ আবার প্রিয় নায়িকার সঙ্গে ‘অন্যায়’ হয়েছে বলে প্রতিবাদে সরব হয়েছেন। ব্যাপারটা কী? আরও পড়ুন-ডিভোর্সি মেয়ের পাত্র খোঁজা চলছে, সিরিয়ালের সঙ্গে সোনামণি ও হানির ব্যক্তিগত জীবনের মিল! 'শুভ বিবাহ' কবে?