মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উৎসবে ফেরার কথা বলেছিলেন, তখনই সোহিনী সরকার স্পষ্ট জানিয়ে দেন এবার উৎসবে তিনি ফিরবেন না। আরজি করের নির্যাতিতা যতক্ষণ না বিচার পাচ্ছেন উৎসবে নেই তিনি। কথা মতো বাইরেও বেরোননি তিনি। এদিকে শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ের পর এটা তাঁর প্রথম পুজো। এই বিশেষ সময়টা কীভাবে কাটাচ্ছেন তিনি? ঝলক প্রকাশ্যে আনলেন নিজেই।
আরও পড়ুন: কাজলকে জাপটে ধরে চুমু জয়ার, সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীরও
আরও পড়ুন: মধ্যরাতে দুঃসংবাদ আসতেই থামল মুম্বইয়ের গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা
কী শেয়ার করলেন সোহিনী সরকার?
সোহিনী সরকারকে আরজি কর আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। টলিউডের যে অভিনেতা অভিনেত্রীরা প্রবল ভাবে সরব হয়ে দিনরাত এক করে পথে থেকেছেন সাধারণ মানুষদের সঙ্গে তিনি তাঁদের একজন। এবারের জন্মদিনও অভিনেত্রী অন্যান্যবারের মতো জাঁকজমক করে বন্ধুদের সঙ্গে আনন্দ মজা করে কাটাননি। বরং পরিবারের সঙ্গে ঘরেই সময় কাটিয়েছেন। এবার পুজোতেও তাই করছেন।
সোহিনী সরকার সপ্তমীর সন্ধ্যায় বেশ কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পুজোয় বাইরে বেরোননি তিনি। বরং ঘরেই তাঁর দুই পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাঁদের আদর করতে দেখা যাচ্ছে অভিনেত্রী। সোহিনীর পরনে ঘিয়ে রঙের শাড়ি, প্রিন্টেড ব্লাউজ। হাতে শাখা পলা। ঘরোয়া সাজেই ধরা দিলেন অভিনেত্রী। এই ছবিগুলো পোস্ট করে তিনি কেবল কটা লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন।
প্রসঙ্গত চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন সোহিনী। সাতপাকে বাঁধা পড়েছেন শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এটাই তাঁদের বিয়ের পর প্রথম পুজো। কিন্তু সেটা অনাড়ম্বরে, ঘরোয়া ভাবেই কাটাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত উৎসবে না ফিরলেও অভিনেত্রীকে বিভিন্ন পুজোর বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছে। আর সেই কারণেই প্রবল ভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।