ছোটবেলায় পড়ার ফাঁকে ছুটি পেলে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। আর সেটা যদি হত সমুদ্রস্নান, তাহলে তো আর কথাই নেই। ১২মে মাদার্স ডে-তে মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি ভাগ করে নিয়ে এমনই এক সমুদ্রস্নানের ছবি পোস্ট করেছেন টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতা।
অভিনেতার পোস্ট করা সেই ছবিতে মায়ের কোলের কাছে বসে সমুদ্রের ঢেউ খেতে দেখা যাচ্ছে তাঁকে। পিছনে বসে অভিনেতার বাবা। হাসিমুখে পোজ দিয়েছেন তিনজনেই। এই ছবির সঙ্গে নিজের স্ত্রী ও দুই সন্তানের ছবিও পোস্ট করেছেন তিনি। আন্তর্জাতিক মা দিবসে সেই ছবিগুলি পোস্ট করে অভিনেতার ক্যাপশান ছিল, 'মা এবং মায়ের বীরপুরুষরা৷ আমার মা এবং আমার সন্তানদের মাকে মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা।' কিন্তু এখন প্রশ্ন এই অভিনেতাটি কে? দেখুন তো ছবি দেখে এই জনপ্রিয় এই অভিনেতাকে চিনতে পারেন নাকি?
আরো পড়ুন-ভিআইপি নন, সাধারণের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন আল্লু অর্জুন, জুনিয়র NTR, চিরঞ্জিবী