দু'জনেই আলাদা ধর্মাবলম্বী, তবে ধর্মকে কখনও সম্পর্কে বাধা হতে দেননি সোহা আলি খান ও কুণাল খেমু। মঙ্গলবার ছিল খেমু পরিবারের বিশেষ দিন। কারণ, ২৫ ফেব্রুয়ারি ছিল 'হেরাথ পোশতে', যেটি কিনা কাশ্মীরি পণ্ডিতদের বিশেষ উৎসব। আর কুণাল খেমু কাশ্মীরি পণ্ডিত পরিবারেরই ছেলে। তাই প্রতি বছরের মতো এবারও তাঁদের বাড়িতে পালিত হল এই উৎসব। শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যোগ দেন সোহাও। পাশাপাশি মহা শিবরাত্রির পুজোও করতে দেখা গেল পতৌদি কন্যাকে। ছিল ছোট্ট ইনায়াও।
সোহা আলি খান নিজেই সোশ্যাল মিডিয়ায় 'হেরাথ পোশতে'ও শিবরাত্রি পালনের একগুচ্ছ ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, পুজোয় বসেছেন কুণাল খেমুর বাবা রবি খেমু। কুণালকেও পৈতে পরে পুজো করতে দেখা যায়। সোহাকেও সালোয়ার কামিজ পরে সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে তাঁর শাশুড়ি মা ননদদের সঙ্গে পুজো ও ‘হেরাথ পোশতে’-র রীতিনীতি পালনে যোগ দিতে দেখা যায়। পুজো-পাঠে যোগ দেন ছোট্ট ইনায়াও। মেয়েকে সঙ্গে নিয়ে আরতি করতে দেখা যায় সোহাকেও। 'হেরাথ মোবারক! শুভ শিবরাত্রির শান্তি প্রার্থনা, ভালোবাসা ক্যাপশানে পরিবারিক অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন সোহা আলি খান। শাশুড়ি মার কাছ থেকে পাওয়া 'হেরাথ পোশতে'র বিশেষ খাবারের থালিরও প্রশংসা করেছেন সোহা।
আরও পড়ুন-৩৭ বছরের বিয়ে কি ভাঙছে? সুনীতার সঙ্গে ডিভোর্সের খবরে অবশেষে মুখ খুললেন গোবিন্দা