সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের পিতা হন করণ জোহর। দেখতে দেখতে ধর্মা কর্ণধারের দুই সন্তানের বয়স ৭ বছর। বাবার আদর আর ঠাকুমার স্নেহে বড় হয়ে উঠছে যশ-রুহি। কিন্তু তারকা সন্তান হওয়ার দরুণ সবসময়ই কাটাছেঁড়া চলে তাঁদের নিয়ে। করণ জোহরের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য নতুন নয়। তাঁর সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে অনেকেই বাঁকা কথা বলে থাকেন।
সে-সব ভুলে ছেলেমেয়েকে আঁকড়েই করণের জীবন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সন্তানদের মজাদার ভিডিয়ো শেয়ার করেন প্রযোজক-পরিচালক। সম্প্রতি মেয়ে রুহির একটি ভিডিয়ো শেয়ার করেন করণ। সেখানে আইফোন হাতে রুহি সিরিকে (ডিজিটাল সহকারী) গান গাওয়ার নির্দেশ দিচ্ছিল। এই ভিডিয়োর মন্তব্য় বাক্সে একজন জানতে চান রুহির মা-এর সম্পর্কে।
ভিডিয়োতে সিরির উদ্দেশে রুহির নির্দেশ ‘গান গাও। আমার ভালো লাগে না। আপনি ছন্দে যথার্থ গান গাইবেন। প্রফেশনাল হোন।’ বেশ রাগীভাবেই কথা বলতে দেখা গেল রুহিকে।
রুহির মা সম্পর্কে নেটিজেনর প্রশ্নের জবাব করণের
এই পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘রুহির মা কে? দয়া করে কেউ বলবেন? আমি কনফিউজড’। উত্তরে করণ বলেন, ‘আমিই রুহির মা!! আপনার বিভ্রান্ত অবস্থা নিয়ে আমি খুব চিন্তিত তাই আমাকে আপনার প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিলাম’। করণ সাফ জানিয়ে দেন তিনি শুধু রুহি আর যশের বাবা নন, মায়ের দায়িত্বও তিনিই পালন করেন। ৮ বছর আগে যখন সিঙ্গল ফাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সবটা জেনেবুঝেই পা বাড়িয়েছেন কেজো।
এক ভক্ত লিখেছেন, 'কেজো ইউ আর বেস্ট ফাদার। অনেক ভালোবাসা আছে'। একজন মন্তব্য করেছেন, ‘আমার মেয়েও ঠিক এমনই কাণ্ড করে সিরিকে নিয়ে’।

করণের যমজ সন্তানদের সম্পর্কে
করণ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে তার ছেলে যশ এবং মেয়ে রুহির বাবা হন। তিনি তার বাবা প্রয়াত যশ জোহরের নামে যশের নাম রেখেছিলেন, যখন রুহি তার মায়ের নাম হিরুর একটি অ্যানাগ্রাম। বর্তমানে ভারতে সারোগেসির নিয়ম বদলেছে। সিঙ্গল পুরুষ বা মহিলারা সারোগেসির মাধ্যমে আর সন্তান ধারণ করতে পারেন না। কিন্তু সে-সময় এমন কোনও আইন ছিল না। সারোগেট মাদারের নাম প্রকাশ্যে আনা বেআইনি এবং নীতি-বিরুদ্ধ।
করণ একা নন, সারোগেসির মাধ্যমে বিয়ে ছাড়াই পিতৃসুখ লাভ করেছেন অভিনেতা তুষার কাপুরও। তাঁর দিদি একতা কাপুরও সন্তানসুখ লাভ করেন সারোগেসির মাধ্যমে। তিনিও এখনও বিয়ে করেননি।