গায়কের হাত ধরে সমানে ছুটে চলেছেন এক অনুরাগী। যে কেউ এটা দেখলে বলবেন একী কাণ্ড…। ওই অনুরাগীকে শিলাজিতের হাত চেপে ধরে বলতে শোনা যাচ্ছে, ‘ভালো থেকে শিলাদা, আবার দেখা হবে কথা দিচ্ছি।’ বারবার গায়কের হাত টেনে নিজের মাথায় ঠেকাতে থাকলেন ওই অনুরাগী বললেন, ‘তুমি আমার আয় নিয়ে বেঁচে থেকো শিলাদা, এনজয় গুরু।’
শিলাজিৎ
গাড়ি ছুটছে, ভিতরে বসে শিলাজিৎ। আর গায়কের হাত ধরে সমানে ছুটে চলেছেন এক অনুরাগী। যে কেউ এটা দেখলে বলবেন একী কাণ্ড…। ওই অনুরাগী শিলাজিতের হাত চেপে ধরে বলছেন, ‘ভালো থেকে শিলাদা, আবার দেখা হবে কথা দিচ্ছি।’ শিলাজিৎ তখন পাল্টা বললেন, ‘হ্যাঁ নিশ্চয় দেখা হবে।’ ওই অনুরাগী তখনও হাত ছাড়েননি, বারবার গায়কের হাত টেনে নিজের মাথায় ঠেকাতে থাকলেন। বলে চললেন, ‘তুমি আমার আয় নিয়ে বেঁচে থেকো শিলাদা, এনজয় গুরু।’ এরই মাঝে অনেকে বলে উঠলেন, ‘আরে দাদার তো লেগে যাবে…। শিলাজিৎও তাঁকে সাবধান করে বললেন, ‘খেয়াল রাখিস, চল দেখা হবে…এনজয় গুরু, ভালো থাকিস…’। তারপর অবশ্য শিলাজিতের গাড়ি সেখান থেকে বের হয়ে যায়।
আর এই সবই ঘটেছে আরামবাগে। সেখানেই সম্প্রতি শো করতে গিয়েছিলেন জয়প্রিয় গায়ক শিলাজিৎ। শো শেষে বের হয়ে আসার সময় এমনই কাণ্ড ঘটান শিলাজিৎ-এক অনুরাগী। নাহ অনুরাগীর কাণ্ডে শিলাজিৎ বিন্দুমাত্র বিরক্ত হননি। উল্টে তিনিই ফেসবুকে ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘আরামবাগের শোয়ের শেষে শিলা ক্ষ্যাপা আর ক্ষ্যাপামি, এটাই পাওনা।’