সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে স্কুল ইউনিফর্ম পরা এক শিশুকে ‘জানে মেরি জানেমান বাচপান কা পেয়ার..’ গানটি গাইতে দেখা যাচ্ছে। প্রায় দু'বছর পুরনো এই ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ার এতটাই শক্তিশালী যে, ভিডিয়োতে যে বাচ্চাটিকে গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে দেখা করার জন্য ডেকেছিলেন গায়ক এবং ব়্যাপার বাদশা।সম্প্রতি শিশুটি বাদশার সঙ্গে দেখা করেন। সহদেব নামে শিশুটির সঙ্গে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গায়ক। ছবিতে সহদেবের স্টাইল বেশ বদলে গেছে এবং তাকে বেশ কুল লাগছে। ছবি শেয়ার করে ক্যাপশনে বাদশা লেখেন, 'বাচপান কা পেয়ার, শীঘ্রই আসছে।' বাদশার এই ক্যাপশন থেকে বোঝা যায় যে তিনি এই গানটি পুনরায় তৈরি করে মুক্তি দেবেন। শিশুটি আসলে কে?স্কুলের ইউনিফর্ম পরা শিশুটিকে শিক্ষকদের সামনে ‘জানে মেরি জানেমান বাচপান কা পেয়ার’ গানটি গাইতে দেখা যাচ্ছে। তাঁর নাম সহদেব। ছত্তিশগড়ের সুকমা এলাকার ছিনগড় ব্লকের বাসিন্দা সে। প্রায় দু-বছরের পুরনো এই ভিডিয়ো। ‘জানে মেরি জানেমান বাচপান কা পেয়ার’ ভিডিয়োটি সামাজিক মাধ্যমে অত্যন্ত ভাইরাল হয়েছে। এখনও অবধি সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকারাও এই গানের রিল ভিডিয়ো বানিয়েছেন। একই সময়, এর আসল ভিডিওটিও প্রচুর ভাইরাল হয়েছে।