বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata-Piya-Anupam: তাঁর প্রাক্তন পিয়া-ই আজ পরমের বর্তমান, অনুপমের পোস্টে শুধুই একাকিত্ব, দূরে যাওয়ার কথা…
পরবর্তী খবর
Parambrata-Piya-Anupam: তাঁর প্রাক্তন পিয়া-ই আজ পরমের বর্তমান, অনুপমের পোস্টে শুধুই একাকিত্ব, দূরে যাওয়ার কথা…
1 মিনিটে পড়ুন Updated: 27 Nov 2023, 11:37 AM ISTRanita Goswami
অনুপমের পোস্টে উঠে এসেছে 'আত্মহত্যা'র কথা। লিখেছেন, ‘নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া - এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে - এমন নয়।’ - অরিন্দম চক্রবর্তী।
অনুপম-পরম-পিয়া
জল্পনা ছিলই, আর সেটাই সত্যি হল। পরমের হাত ধরে আজ বিয়ের পিঁড়িতে বসছেন অনুপমের প্রাক্তন পিয়া। আজই (সোমবার) বিয়ে। তবে পরম-পিয়া যে বিয়ে করছেন, একথা বেশ কয়েকমাস ধরেই টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল। আর এবার সেই জল্পনায় সিলমোহর পড়ছে। তবে এই পরিস্থিতি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের অবস্থানটা ঠিক কী?
এদিন পিয়া-পরমের বিয়ে প্রসঙ্গে অনুপম রায় এই সময়কে বলেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি এমনটাই।’ তবে এবিষয়ে গায়ক এদিন বিশেষকিছু বলতে চাননি। বলেন, ‘আমি আর কী বলব! আমাকে বাদ রাখুন’।
এক্ষেত্রে বাস্তবের ছবিটাও যেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'প্রাক্তন' সিনেমার মতোই। ছবির ভাষায় বললে, ‘তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর…. ’। অনুপম রায়ের প্রাক্তন এবার পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান হতে চলেছেন। আর এই পরিস্থিতিতে নিজের অবস্থান যেন 'দশম অবতার' ছবির গানেই স্পষ্ট করে দিয়েছেন অনুপম, ‘আমি আর সেই মানুষটা নেই…’। ২৭ নভেম্বর বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়েতে অরিন্দম চক্রবর্তীর লেখাতেই যেন নিজের কথা বলেছেন অনুপম। সেখানে উঠে এসেছে 'আত্মহত্যা'র কথা। লিখেছেন, ‘নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া - এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে - এমন নয়।’ - অরিন্দম চক্রবর্তী।