বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: বেজায় চটে ‘সিকন্দর’! 'ইনসাফ নয় হিসাব চোকাতে এসেছি', বলছেন সলমন
পরবর্তী খবর
‘আপনে আপকো বহুত বড়া সিকন্দর সামঝতা হ্য়ায় তু? ইনসাফ দিলানে আয়া তু?’ প্রশ্ন উঠতেই উত্তর এল 'ইনসাফ নেহি হিসাব করনে আয়া হুঁ'। দেখা মিলল 'সিকন্দর'-এর। হ্য়াঁ, ঠিকই ধরেছেন ২৭ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা মতোই 'সিকন্দর'-এর বেশে হাজির হলেন সলমন খান। সামনে এসেছে অ্যাকশন প্যাকড টিজার।
সলমন নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল ইনস্টাগ্রাম এবং এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত)-এ তাঁর। তাঁর আসন্ন ছবির দ্বিতীয় টিজার শেয়ার করেছেন। এক মিনিট ২১ সেকেন্ডের টিজারটি শুরু হয় সলমনের চরিত্রের নাটকীয় পরিচয় দিয়ে। নস্টালজিয়ার ইঙ্গিত দিয়ে, তিনি প্রকাশ করেন যে তাঁর ঠাকুমা তাকে ‘সিকান্দর’ নাম দিয়েছিলেন, যখন তাঁর দাদু তাঁর জন্য সঞ্জয় নাকটি বেছেছিলেন। তিনি বলেন, 'অউর প্রজ্ঞা নে রাজসহব (আর লোকে আমাকে রাজা বলে ডাকে)।