আগামী বছর মুক্তি পাবে সিকান্দর ছবিটি। তার আগে এদিন প্রকাশ্যে এল ছবির ঝলক। সেখানেই দেখা গেল একা হাতে সামুরাই বাহিনীকে নিধন করলেন সলমন খান। এ আর মুরুগাদোস পরিচালিত ছবির ঝলকেই নজর কাড়ল দুর্ধর্ষ অ্যাকশন। শনিবার, ২৮ ডিসেম্বর মুক্তি পেল এই ছবির টিজার। যদিও এই ছবির টিজার শুক্রবার ২৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়।
কী দেখা গেল সিকান্দর ছবির ঝলকে?
এদিন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে সিকান্দর ছবির প্রযোজক টিজার পোস্ট করে লেখেন, 'এবার অপেক্ষা শেষ হল। এখানে সিকান্দর ছবির ঝলক পোস্ট করছি। যে ভক্তরা প্রথম লুক দেখার অপেক্ষা করছিলেন তাঁদের জন্য রইল এই উপহার। সবাইকে ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য এবং ধৈর্য দেখানোর জন্য। সবার সঙ্গে দেখা হচ্ছে এবারের ইদে।'
সিকান্দর ছবির যে টিজার পোস্ট করা হয়েছে সেটি ১ মিনিট ৪১ সেকেন্ডের। সেখানে দেখা যাচ্ছে সলমন খান একটি ঘরে প্রবেশ করলেন যেখানে ভর্তি অস্ত্র রাখা আছে। আর বেশ কিছু মানুষ সামুরাইয়ের পোশাকে দাঁড়িয়ে। যদিও সলমন বেশ ভালোই বুঝতে পারেন তিনি ফাঁদে পা দিয়েছেন কারণ তাঁকে বলতে শোনা যায়, 'শুনেছি অনেক লোক নাকি আমার পিছনে পড়ে আছে।'
আরও পড়ুন: ২ শ্রমিকের গায়ে গাড়ি তুলে দিল উর্মিলার চালক! মৃত এক, গুরুতর আহত খোদ অভিনেত্রীও
কে কী বলছেন?
অনেকেই ভেবেছেন, সলমন খানের বলা এই কথা দিয়ে যেন তিনি লরেন্স বিষ্ণোইকে বা গোটা বিষ্ণোই গ্যাং ইঙ্গিত করলেন যাঁরা সলমনকে হত্যা করতে চান সেই কৃষ্ণসার হত্যা মামলার জের ধরে। চলতি বছর তো অভিনেতার বাড়ির বাইরে গুলিও চালানো হয়। কেউ আবার লেখেন, 'ভাইজানকে তো এই লুকে আগে কখনও দেখিনি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আরে বা! উনি তো বল পুরো মাঠের বাইরে পাঠালেন। দারুণ দারুণ। পুরো মাস ছবির ঝলক।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'মাস ছবির বাপ ফিরে এসেছে।' মাত্র তিন ঘণ্টায় এই ছবির টিজারের ভিউ পৌঁছেছে সাড়ে ৩৮ লাখে।