ইদ উপলক্ষে অর্থাৎ ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সলমন খানের অ্যাকশন সিনেমা সিকন্দর। ছবিটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। অ্যাকশন সিনেমায় সলমন বরাবরই অপ্রতিরোধ্য। তবে এবার যেন নিজের অনুরাগীদের মনে জায়গা করতে পারল না সিকন্দর। ৭ দিন পেরিয়ে পৌঁছতে পারল ১০০ কোটির ঘরে। চলুন জেনে নেওয়া যাক, রবিবার সলমনের সিনেমার আয় কত ছিল।
সিকান্দার বক্স অফিস আপডেট
স্যাকনিল্কে উল্লেখিত তথ্য অনুযায়ী, ‘সিকন্দর’ মুক্তির ৮ম দিনে ৪.২৫ কোটি টাকা আয় করেছে, এবং ৮ দিনে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০২ কোটি টাকা (নেট)। সপ্তাহান্তে এই আয় কিছুটা বেড়েছে। ‘সিকন্দর’ ২৬ কোটি দিয়ে মুক্তি পেয়েছিল, যা ভিকি কৌশলের ‘ছাবা’র (২০২৫-এর এখনও অবধি সবচেয়ে বড় হিট) ৩১ কোটি টাকার তুলনায় অনেক কম। প্রথম সপ্তাহের শেষে ‘সিকন্দর’ ৯০.২৫ কোটি টাকা আয় করেছিল।
এদিকে, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সিকন্দর’ ২০০ কোটি টাকার ক্লাবের দিকে এগিয়ে চলেছে বেশ ভালো গতি নিয়েই। ‘সিকান্দর’-এর প্রযোজনা সংস্থা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির ৭ দিনে বিশ্বব্যাপী ১৮৭.৮৪ কোটি টাকা (গ্রস) আয় করেছে।
আরও পড়ুন: রাম নবমীতে রণবীরের ‘রামায়ণ’ সিনেমার পোস্টার এল প্রকাশ্যে, কিন্তু বেজায় চটল ভক্তরা, এমন কী আছে এতে?
চলুন দেখে নেওয়া যাক সিকন্দরের দিনপ্রতি আয়-
প্রথম দিন- ২৬ কোটি
২য় দিন- ২৯ কোটি
তৃতীয় দিন- ১৯.৫ কোটি
চতুর্থ দিন- ৯.৭৫ কোটি
পঞ্চম দিন- ৬ কোটি
ষষ্ঠ দিন- ৩.৫
সপ্তম দিন- ৪ কোটি
অষ্টম দিন- ৪.৫০ কোটি (প্রাথমিক প্রতিবেদন)
মোট সংগ্রহ - ১০২.২৫ কোটি (প্রাথমিক প্রতিবেদন)
সলমন খানের অ্যাকশন ড্রামা ছবি 'সিকন্দর'-এ তাঁর বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। সলমন-রশ্মিকা ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে প্রতীক বব্বর, সত্যরাজ, শরমন যোশির মতো অভিনেতাদের।
হিন্দুস্তান টাইমস এই সিনেমার রিভিউ করার সময় জানিয়েছে যে, ‘সলমন খান এখনও অ্যাকশন দৃশ্যে অসাধারণ। যখন তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকেন, তখন বোঝা যায় তিনি গুরুত্বপূর্ণ। তবুও, মুরুগাদোসের পরিচালনা এতটাই নিম্নমানের যে, এটি সলমনকে তার আসল অভিনয়ের চেয়েও দুর্বল করে তুলেছে। এবং তারপর রয়েছে রশ্মিকা, যার সংলাপ প্রদানের সমস্যা অব্যাহত রয়েছে। প্রায় কোনো দৃশ্যেই তিনি নিজেকে সঠিকভাবে তুলে ধরতে পারেননি।’