বাংলা নিউজ > বায়োস্কোপ > কঙ্গনার ‘এমার্জেন্সি’তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স, প্রকাশ্যে লুক
কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’তে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ২১ মাস ভারতে জারি হওয়া জরুরি অবস্থা নিয়েই সিনেমা বানাতে চলেছেন অভিনেত্রী। ছবিতে কঙ্গনাকে ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা মিলবে। জয়প্রকাশ নারায়ণনের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের।
‘এমার্জেন্সি’ থেকে নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন শ্রেয়স। জানিয়েছেন, ‘সম্মানিত, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং জনসাধারণের একজন মানুষ… ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে সম্মানিত ও আনন্দিত। আশা করি সকলের প্রত্যাশা পূরণ করতে পারব।’
আরও পড়ুন: এইটুকু বয়সেই ঝরঝরে স্প্যানিশ বলা শিখেছে তৈমুর, সার্টিফিকেট হাতে গর্বিত মা করিনা