বাংলা নিউজ > বায়োস্কোপ > কোল্ডপ্লের কনসার্টে কেঁদে ভাসালেন শ্রেয়া ঘোষাল! পাশে থাকলেন ৭০ বছর বয়সী বাবা ও বর শিলাদিত্য
কোল্ডপ্লের কনসার্টে কেঁদে ভাসালেন শ্রেয়া ঘোষাল! পাশে থাকলেন ৭০ বছর বয়সী বাবা ও বর শিলাদিত্য
1 মিনিটে পড়ুন Updated: 20 Jan 2025, 10:56 AM ISTSayani Rana
রবিবার রাতে মুম্বইয়ে কোল্ডপ্লের দ্বিতীয় দিনের কনসার্টে হাজির হয়েছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। সোমবার ইনস্টাগ্রামে তিনি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। শ্রেয়ার সঙ্গে ছিলেন তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল।
কোল্ডপ্লের কনসার্টে কেঁদে ভাসালেন শ্রেয়া ঘোষাল! পাশে থাকলেন বাবা ও বর শিলাদিত্য
রবিবার রাতে মুম্বইয়ে কোল্ডপ্লের দ্বিতীয় দিনের কনসার্টে হাজির হয়েছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। সোমবার ইনস্টাগ্রামে তিনি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। শ্রেয়ার সঙ্গে ছিলেন তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও তাঁর বাবা ৭০ বছর বয়সী বিশ্বজিৎ ঘোষাল।
শ্রেয়া ঘোষাল কনসার্টের বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োগুলিতে কোল্ডপ্লের 'আ স্কাই ফুল অব স্টারস', 'ফিক্স ইউ' ও 'প্যারাডাইস' গানে তাঁকে নাচতে দেখা গিয়েছে। তাছাড়া কয়েকটি ছবিতে শিলাদিত্যর সঙ্গে পোজও দিতে দেখা গিয়েছে শ্রেয়াকে।
একটি ভিডিয়োয় শ্রেয়াকে কনসার্ট ভেন্যুর দিকে হেঁটে যেতেও দেখা যায়। ভিডিয়োটি রেকর্ড করার সময় ঠাট্টা করে শিলাদিত্য বলেন, ‘কনসার্টে আসা তো নয়, একরাশ কাজ। এর থেকে ভালো কেবল মঞ্চে থাকা।’ এই কথা বলেই শিলাদিত্য জানতে চান শ্রেয়া তাঁর সঙ্গে সহমত কিনা? তখন গায়িকা একটা ঢালু জায়গা দিয়ে উঠতে উঠতে হেসে বরের কথায় সম্মতি জানান। অনুষ্ঠানে শ্রেয়াকে একটি নীল এবং সাদা টপে দেখা গিয়েছিল। সঙ্গে ম্যাচিং করে একটি কালো প্যান্টও পরেছিলেন তিনি।
Shreya posted a clip as she listened to Coldplay's song Fix You.
তবে কেবল মজা নয় গান শুনতে শুনতে বেশ কয়েকবার আবেগপ্রবণও হয়ে পড়েন শ্রেয়া। ভিডিয়োয় তাঁকে কাঁদতেও দেখা যায়। কনসার্টে কোল্ডপ্লের 'ফিক্স ইউ' গানটি শোনার সময় শ্রেয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে দেখা যায়। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছিলেন, 'ঠিক করে দাও'। পোস্টটি শেয়ার করে শ্রেয়া লেখেন, ‘@coldplay জন্য একরাশ খাঁটি ভালোবাসা। সবকিছু জানতে শেষ ভিডিয়ো পর্যন্ত সোয়াইপ করুন। এটা আমার দেখা ক্রিস মার্টিন এবং তাঁর ব্যান্ডের দ্বিতীয় কনসার্ট! মুম্বইয়ে তাঁরা ম্যাজিক করেছেন! সে এক অদ্ভুত অভিজ্ঞতা। ওঁদের গান শুনে চোখের জল আটকাতে পারলাম না!’
গায়িকা আরও লেখেন, ‘আমার ৭০ বছর বয়সী বাবারও এই কনসার্টটি এত পছন্দ হয়েছে বলে বোঝানোর মতো নয়। আমাকে এবং শিলাদিত্যকে আমাদের সমস্ত স্মৃতিতে আবার বাঁচতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’