CID: কিছু মাস আগে থেকে পুনরায় নতুন ভাবে শুরু হয়েছে সিআইডি। কিন্তু সম্প্রতি এই শোতে দেখানো হয়েছে যে এসিপি প্রদ্যুম্নর চরিত্রটা মারা গিয়েছে। কিন্তু এদিন শিবাজী সাতাম এমন একটি পোস্ট করেছেন যা দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে তবে কি তিনি আবারও ফিরছেন এই শোয়ে?
Ad
সিআইডিতে ফিরছে এসিপি প্রদ্যুম্ন?
কিছু মাস আগে থেকে পুনরায় নতুন ভাবে শুরু হয়েছে সিআইডি। কিন্তু সম্প্রতি এই শোতে দেখানো হয়েছে যে এসিপি প্রদ্যুম্নর চরিত্রটা মারা গিয়েছে। কিন্তু এদিন শিবাজী সাতাম এমন একটি পোস্ট করেছেন যা দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে তবে কি তিনি আবারও ফিরছেন এই শোয়ে?
এসিপি প্রদ্যুম্ন মারা যাওয়ার পর নতুন এসিপি হিসেবে এন্ট্রি নিয়েছেন পার্থ সামথান। তাঁর চরিত্রের নাম এসিপি আয়ুষ্মান। এই নতুন চরিত্র আসায় দর্শকরা বেজায় খুশি। বিশেষ করে দীর্ঘ পাঁচ বছর পর পার্থ আবারও ছোট পর্দায় ফেরায়। কিন্তু তাঁরা একই সঙ্গে এসিপি প্রদ্যুম্ন চরিত্রটাকেও ফিরে পেতে চাইছেন। আর সেটার মাঝেই একটি ইঙ্গিতবহ পোস্ট করতে দেখা গেল শিবাজী সাতাম অর্থাৎ সকলে যাঁকে এসিপি প্রদ্যুম্ন বলে চেনে।
এদিন শিবাজী সাতাম তাঁর ইনস্টাগ্রামে তাঁর এই জনপ্রিয় চরিত্রের একটি আইকনিক ডায়লগ শেয়ার করতে দেখা যায়। লেখেন, 'কুছ তো গড়বড় হ্যায়।' আর এতেই তাঁর অনুরাগীরা মনে করছেন এভাবেই তিনি ইঙ্গিত দিলেন শোতে ফেরার। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে শোয়ের তরফে কিছুই ঘোষণা করা হয়নি। কিন্তু শিবাজী এই পোস্ট শেয়ার করতে চর্চা শুরু হয়ে গিয়েছে।
এক ব্যক্তি লেখেন, 'বুঝে গেছি। ওয়েলকাম ব্যাক স্যার।' আরেকজন লেখেন, 'কামব্যাক লোডিং।' তৃতীয় জন লেখেন, 'অবশেষে সিআইডির আসল মানুষ ফিরছেন। আপনার ফেরার অপেক্ষায় স্যার।' প্রসঙ্গত মাঝে জানা গিয়েছিল শিবাজী সাতাম তাঁর ছেলে যিনি বিদেশে থাকেন তাঁর সঙ্গে সময় কাটানোর জন্য বিরতি নেবেন।
১৯৯৮ সাল থেকে সিআইডি শোটি চলছে। এটা ভারতের অন্যতম দীর্ঘদিন ধরে চলা শো। ২০১৮ সালে ১৫০০ এপিসোড কমপ্লিট করে এই শো। আর সেই বছরেই অক্টোবরে শেষবার সম্প্রচারিত হয় সিআইডি। এরপর ২০২৪ সালে নতুন করে সিআইডি সিজন ২ শুরু হয়েছে।