Shibpur Controversy: 'আমাকে তো ডাকাই হয়নি, কীভাবে যাব!' শিবপুর ট্রেলার লঞ্চে আমন্ত্রণ না পেয়ে সরব পরিচালক
1 মিনিটে পড়ুন Updated: 14 Jun 2023, 09:16 AM IST‘চিত্রনাট্য লিখলাম, ছবিটা বানালাম, তারপরেও এটা…। রাগারাগি হতেই পারে, তবে যে প্রজেক্টটা হল সেটা তো সবারই। দুঃখ হয় এটা ভেবে যে ইগোটাই বড় হয়ে গেল। তবে অবশ্যই চাইব, শিবপুর সবাই দেখুন। কারণ, এটা আমি বানিয়েছি। তবে ছবি মুক্তির সময় যদি ডাকা হয় নিশ্চয় যাব, আমার ইগো নেই। আর না ডাকলে হলে গিয়ে এমনিই দেখে নেব।’
অরিন্দম ভট্টাচার্য, 'শিবপুর' ছবির পরিচালক