বহুরূপী ছবিটি এক সত্যিকারের ব্যাঙ্ক ডাকাতের গল্পের উপর ভিত্তি করে বানানো হয়েছে। হ্যাঁ, এমনটাই সম্প্রতি জানালেন ছবির দুই নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। কী বললেন তাঁরা তাঁদের এই পুজো রিলিজ নিয়ে?
আরও পড়ুন: স্ত্রী ২ - ভেড়িয়ার পর এবার অমর কৌশিকের পরিচালনায় অ্যাডভেঞ্চার ছবি! অভিনয়ে শাহরুখ?
আরও পড়ুন: 'কী দরদ দিয়ে, যত্ন নিয়ে গাইলেন…' সা রে গা মা পা -র মঞ্চে জাভেদের গলায় রবীন্দ্রসঙ্গীত! গায়কী - উচ্চারণে মুগ্ধ নেটপাড়া
বহুরূপী নিয়ে কী বললেন শিবপ্রসাদ এবং নন্দিতা?
এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জানান এক ব্যাঙ্ক ডাকাত নিজে থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান তাঁকে নিয়ে ছবি করতেই হবে। অবশেষে তাঁর সেটা করতে পারলেন। এই বিষয়ে নন্দিতা রায় জানান, 'আমরা ১২ বছর আগে যখন মুক্তধারা করি তখন একটা ফোন আসে। একজন আমাদের সঙ্গে দেখা করতে চান। দেখা হওয়ার পর তিনি জানান তিনি বাংলার সবথেকে বড় ব্যাঙ্ক ডাকাত। তিনি জানান আমরা যদি একজন জেল খাটা আসামিকে নিয়ে ছবি করতে পারি তাহলে তাঁকে নিয়েও নাকি আমাদের ছবি করতে হবে। তাঁর জীবনের গল্প নাকি আরও অনেক বেশি আকর্ষণীয়। সে এরপর থেকে নিয়মিত ফোন করত। তখন বাজেটের কারণে পারিনি। এবার মনে হল করা যায়।'
নন্দিতার কথার রেশ ধরেই শিবপ্রসাদ জানান, 'সেই ব্যাঙ্ক ডাকাত এখন কোর্টের মুহুরী। একজন বিখ্যাত আইনজীবীর হয়ে মুহুরীর কাজ করেন। যে পুলিশ অফিসারের সঙ্গে বা সংঘাত বেঁধেছিল তিনিও এখন উঁচু পোস্টে। কিন্তু আজও দুজনের শত্রুতা একই রকম আছে।'
আরও পড়ুন: 'দেবতারাও রিলস বানাচ্ছে!' দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব - পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া
আরও পড়ুন: উৎসবে 'না', এদিকে পুজো নিয়ে কনটেন্ট বানাচ্ছেন বং গাই! কিরণকে তুলোধোনা তৃণমূল ছাত্র নেত্রীর
বহুরূপী ছবিটি প্রসঙ্গে
বহুরূপী ছবিতে ইন্সপেক্টরের চরিত্রে ধরা দেবেন আবির চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম সুমন্ত ঘোষাল। তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর চরিত্রের নাম পরী। অন্যদিকে ব্যাঙ্ক ডাকাত বিক্রম প্রামাণিক হিসেবে থাকবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর স্ত্রী হয়ে ধরা দেবেন কৌশানি চক্রবর্তী। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। প্রয়োজন উইন্ডোজ প্রোডাকশন হাউজের।