সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। ১লা মে থেকে স্ট্রিমিং শুরু হয়েছ ৮ এপিসোডের এই সিরিজের। বলিউডের ছয় রূপসীর সঙ্গে এই সিরিজে দেখা মিলেছে শেখর সুমন, অধ্যায়ন সুমন, ফারদিন খানের মতো অভিনেতাদের। আরও পড়ুন-১২ বছরের বড় অমৃতার সঙ্গে 'অ্যাবিউসিভ' বিয়ে ভাঙেন, সইফকে শুরু থেকেই নিয়ন্ত্রণ করতেন প্রাক্তন বউ?
অভিনয়ে যদি আমির খান বলিউডের মিস্টার পারফেকশানিস্ট হন, তবে পরিচালনায় এই খেতাব দেওয়া হয় সঞ্জয়লীলা বনশালিকে। পারফেক্ট শট পেতে বনশালির খুঁতখুঁতানির কথা কারুর অজানা নয়। কোনও দৃশ্য পছন্দ না হলে একের পর এক টেক নিতে থাকেন পরিচালক। শেখর সুমন ফাঁস করেছেন এই সিরিজে ওরাল সেক্স বা মুখমেহনের একটি দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাঁকে। এবং সেই দৃশ্যটি এক টেকেই শেষ করেন ৬১ বছর বয়সী শেখর সুমন। সবচেয়ে বড় কথা হল, চিত্রনাট্যে ওই দৃশ্যটির উল্লেখ ছিল না।
অভিনেতা জানান, প্রাথমিকভাবে বনশালির কুশীলবরা হতবাক হয়েছিলেন যে সিরিজে এরকম কিছু দৃশ্য রাখতে চাইবেন পরিচালক তবে দৃশ্যটি শ্যুট হয়ে গেলে, তারা শেখরকে ধন্যবাদ জানাতে ছুটে আসেন। কারণ এক টেকে ওকে না হলে, বনশালি ওই শটটি বারংবার নিতেই থাকতেন। রগরগে সেই ঘনিষ্ঠ দৃশ্য যে অল্প সময়েই শ্যুট করা হয়ে গিয়েছে, তাতে নিস্তার গোটা টিমের।