বিয়ে ভেঙেছে সেই কবে। তবে এখনও প্রাক্তন স্বামী শেখর কাপুরকে নিয়ে সুচিত্রা কৃষ্ণমূর্তির মনে জমে রয়েছে চাপা ক্ষোভ, হাজারও অভিযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তা উগরে দিয়েছেন সুচিত্রা। শেখর কাপুরের বিরুদ্ধে করেছেন বিশ্বাসঘাতকতা ও অসম্মান করার অভিযোগ। অবশেষে প্রাক্তন স্ত্রীর অভিযোগে মুখ খুললেন শেখর।
নাহ, আলাদা করে কোনও কথা বলেননি পরিচালক শেখর কাপুর। শুধু নাম না করে সোশ্যাল মিডিয়ায় একটা কবিতা শেয়ার করেছেন। জীবনে সহানুভূতিশীল, সৃজনশীল এবং আধ্যাত্মিক হওয়ার কথা বলেছেন। তিনি জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন।
আরও পড়ুন-'বাবাকে ফোনে বলো, রাতটা আমার সঙ্গেই থাকবে', শাহরুখের নায়িকাকে বলেন নামী পরিচালক, তারপর…
আরও পড়ুন-মেয়ে তারাকে নিয়ে টানাটানি, গুন্ডাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুতর জখম, গৌরী কি মারা যাবে?
আরও পড়ুন-'এখনও ক্ষমা করিনি', শেখর কাপুরের সঙ্গে বিয়ে ভাঙায় প্রীতিকেই দায়ী করেন সুচিত্রা
আরও পড়ুন-শেখর ছিল বুড়ো! মা পায়ে ধরেছিল এই বিয়ে না করতে, নিজেই নিজের ক্ষতি করি: সুচিত্রা
শেখর যে বক্তব্য কাব্যের ছলে প্রকাশ করেছেন, তার সারমর্ম হল, আমি ঈর্ষান্বিত হয়েছি, লোভ করেছে, রেগে গিয়েছি, আবার কখনও কষ্টও পেয়েছি। ভালোবেসেছি, ঘৃণা, করেছি, কখনও আবার কারোর দ্বারা চালিতও হয়েছি, সন্দেহ করেছি। কারণ সবকিছু পরে আমি শুধুই মানুষ। তবে এতকিছুর পরে এখনও আমি উচ্চাকাঙ্খী আবার একই সঙ্গে সহানুভূতিশীল এবং সৃজনশীল। আবার এরই সঙ্গে আমি আধ্যাত্মিক, আমি ক্ষমাশীল, অন্যের জন্য সহানুভূতির সঙ্গে ক্ষমাশীল হয়ে উঠতে হবে।