অক্ষয় কুমারের কেশরী চ্যাপ্টার ২ দেখে তার পর্যালোচনা (রিভিউ) করলেন রাজনীতিবিদ শশী থারুর। আক্কির এই ছবি সম্পর্কে বলতে গিয়ে শশী থারুর বলেন, এটা ‘সুনির্মিত এবং সুপরিকল্পিত’একটি ছবি। তবে আবার একই সঙ্গে শশী থারুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সি শঙ্করন নায়ার হয়ে অক্ষয় কুমার ছবিতে বেশকিছু শব্দ ব্যবহার করেছেন, প্রকৃতপক্ষ তিনি কখনওই ব্যবহার করতেন না।’ শশী থারুরের কথায়, ‘এই ছবির টিম ঐতিহাসিক তথ্যের সঙ্গে কিছু স্বাধীনভাবে কিছু বিষয়ও এনেছে।’
কেশরী চ্যাপ্টার ২-এর প্রশংসায় শশী থারুর
শশী থারুর কেশরী চ্যাপ্টার ২ ছবিটিকে মনোমুগ্ধকর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'আমার মনে হয়েছে এই ছবিটি সুনির্মিত, সুপরিকল্পিত একটি ছবি। এখানে ঐতিহাসিক তথ্যের সঙ্গে কিছু স্বাধীনতার প্রয়োজন ছিল, আর সেটা ছবির শুরুতেই বলা হয়েছে যে এটা কাল্পনিক। তবে এটা যা করেছে তা হল প্রতিরোধের চেতনাকে ধরে রেখেছে, বিশেষ করে ব্রিটিশদের আদালত ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। আপনি শেষ পর্যন্ত জিততে পারবেন না, তবে আবার দুঃখের বিষয় হল আমরা জালিয়ানওয়ালাবাগ-এর ২৮ বছর পর স্বাধীনতা পেয়েছিলাম। তবে এই ছবি সেই বার্তাটি দুর্দান্তভাবে দিয়েছে।'