
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
শাহরুখ নন, এবার রণবীর সিং-এর হাত ধরে 'ডন থ্রি' আনছেন ফারহান আখতার। তবে রণবীরের বিপরীতে কে? এপ্রশ্ন বহুদিন ধরেই ঘোরাফেরা করছিল। প্রিয়াঙ্কা চোপড়া ফের ‘ডন’ ফ্রাঞ্চাইজির ছবিতে অভিনয় করতে পারেন বলেও শোনা গিয়েছিল। পরে শোনা যায় কিয়ারা আডবানির নাম। তবে অবশেষে সিলমোহর পড়ল নায়িকার নামে। কে তিনি?
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে অনুসারে শর্বরী ওয়াঘকে দেখা যাবে ডন ৩-কে। একটি সূত্র পোর্টালকে জানিয়েছে, ‘শর্বরী এবং আরও একজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল। তবে অবশেষে শর্বরীর দিকেই পাল্লা ভারী। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থাও শর্বরী ওয়াঘকে পেয়ে খুশি। শর্বরীও এত বড় ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে বেশ উত্তেজিত এবং কারণ এটি তাঁর চলতি বছরের আরও একটা ছবি ’আলফা'র থেকে একেবারেই আলাদা, যদিও দুটিই অ্যাকশন ছবি।'
বলাই বাহুল্য ২০২৪ থেকেই সময়টা মন্দ যাচ্ছে না শর্বরী ওয়াঘের। তিনি 'বান্টি ইউর বাবলি-2' দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। তাঁর ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্য পায়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর Hot সিজলিং অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল। এছাড়াও OTT-তে মুক্তি পাওয়া শর্বরীর ছবি ‘মহারাজ’ ও সাম্প্রতিক ছবি ‘বেদা’য় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আর এই তিনটে ছবিই বলিপাড়ায় শর্বরীকে পরিচিতি দিয়েছে।
প্রসঙ্গত ২০২৫-এ মুক্তি পাবে তাঁর আরও একটি নতুন ছবি ‘আলফা’। এই ছবিটিও অ্যাকশন ঘরানার। এখানে শর্বরীর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের। আর তারই মধ্যে এল বড় খবর। ‘ডন ৩’ ছবিতে তাঁর অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন শর্বরী ওয়াঘাকে।
এদিকে জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরই শ্যুটিং শুরু হবে ডন থ্রি-র
৳7,777 IPL 2025 Sports Bonus