টলিপাড়ায় কান পাতলেই এখন ভাঙনের শব্দ। শুধু সদ্য বিবাহিত দম্পতিরাই নন, বহু বছর ধরে সম্পর্কে আবদ্ধ ছিলেন এমন সব তারকা জুটির সম্পর্কও অহরহ ভেঙে যাওয়ার খবর শোনা যায়। তার পাশাপাশি এও চোখে পড়ে যে কিছু দিনের মধ্যে সম্পর্কে এসে কেউ বিয়ে করছেন। আবার সেই বিয়ে সব ক্ষেত্রেই খুব সুখের হচ্ছে তেমনটা নয়। ফলে মাঝে মাঝে সঙ্গী বদলে যেতে দেখা যায়। আর এবার সেই নিয়েই দিদি নম্বর ওয়ানের মঞ্চে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। 'দিদি নম্বর ১'-এর সানডে ধামাকার বিশেষ পর্বে তাঁকে দেখা যাবে। সানডে ধামাকার প্রোমোতে শকুন্তলাকে এই বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে।
আরও পড়ুন: 'গরীবের লাপাতা লেডিস…', জি বাংলার নতুন মেগা 'কনে দেখা আলো'র প্রোমো প্রকাশ্যে আসতেই ট্রোল নেটিজেনদের
'দিদি নম্বর ১'-এর সানডে ধামাকা মানেই তাতে থাকে নানা চমক। রবিবারের বিশেষ এপিসোডগুলিতে বিশেষ বিশেষ অতিথিরা উপস্থিত থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই এই পর্বগুলিতে তারকাদের দেখা যায়। এই রবিবারও তার ব্যতিক্রম নয়।
এই রবিবার এই শোতে আসছেন বর্ষীয়ান অভিনেত্রীরা। তাঁদের মধ্যে প্রোমোয় দেখা মিলেছে দু'জন অভিনেত্রীর। একজন হলেন, কল্যাণী মন্ডল। তিনি বর্তমান প্রজন্মের অনেকের আচার ব্যবহার প্রসঙ্গে কথা বলেন। অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আজকে হাসল, কাল…’ বলে, গোমড়া মুখ দেখিয়ে বোঝান যে, উল্টোদিকে মানুষটা আর কথা বলেন না, অভিনেত্রীর কথায়, ‘যেন চেনেই না’।
আরও পড়ুন: এবার বলিউডে দেব? ‘আরও ভালো ভালো কাজ করতে…’, ঘন ঘন মুম্বই যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন নায়ক