শহর জুড়ে এখন শুধু বিয়ের মরসুম! গত ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেতা কুণাল ঠাকুর। পাত্রী বলিউডের খুব চেনা মুখ। মোহন সিস্টার্স-এর মেজো বোন মুক্তি মোহনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছেন কুণাল।
বিয়ের এক দুই মাসের মাথায় মুক্তির বিয়ের নানা মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন তাঁর দিদি তথা জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন। বোনের সঙ্গে এ দিন কালার ম্যাচিং করে লেহেঙ্গা পরেছিলেন শক্তি। বিয়ের নানান আচারে প্রতি মুহূর্তে বোনের পাশে পাশে ছিলেন তিনি। মণ্ডপ পর্যন্ত সঙ্গে যাওয়া থেকে বোনের মাথায় ওড়না ঠিক করে দেওয়া এবং বিয়ের আসনে বসে নতুন বর-কনে নানা মুহূর্ত ফুটে উঠেছে সেই ভিডিয়োতে। আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে উদ্দাম পার্টি, সেলফি তুলতে ব্যস্ত সিড-কিয়ারা, আর কী কী করলেন
মুক্তি মোহনের বোনেরা শক্তি মোহন, কৃতি মোহন ও নীতি মোহন এবং তাঁদের বাবা-মায়েদের দেখা গিয়েছে বিয়ের ভিডিয়োতে।