পর্দায় যখন শাহরুখ-দীপিকা, তখন অপরপ্রান্তে বসে থাকা দর্শকদের চোখের পলক পড়ার উপায় থাকে না। সেকথা মাথায় রেখেই 'পাঠান'-এর পর ফের একবার শাহরুখ-দীপিকা রসায়ন আনতে প্রস্তুত 'জওয়ান' ছবির নির্মাতারা। দক্ষিণের পরিচালক অ্যাটলির জওয়ান মুক্তি পাবে আগামী ২ জুন। সম্প্রতি মুম্বইতে দীপিকার সঙ্গে ছবির একটি গানের রিহার্সাল করছিলেন কিং খান। সেখানেই কোনওভাবে প্রবেশ করেছিল গোপন ক্যামেরা। সেই ছবিই সম্প্রতি ফাঁস হয়েছে নেটপাড়ায়।
'জওয়ান'-এর মহড়া থেকে ফাঁস হওয়া বেশ কয়েকটি ছবিতে শাহরুখ-দীপিকা দুজনকেউ সাদা শার্ট ও কালো প্যান্টে দেখা যাচ্ছে। তাঁদের দুজনের গলাতেই লাল রঙের সাটিন টাই ও হাতে লাল ব্লেজার। কোনও ছবিতে শাহরুখ-দীপিকাকে কানে কানে কথা বলতে, আবার কোনওটিতে হাসতে দেখা যাচ্ছে। আপাতত নেটদুনিয়া বুঁদ হয়ে রয়েছে শাহরুখ-দীপিকার রসায়নে। জানা যাচ্ছে, এই গানটির কোরিওগ্রাফি করছেন ফারহা খান। প্রসঙ্গত, কিছুদিন আগে জওয়ানের সেট থেকে অ্যকশন দৃশ্যও ফাঁস হয়েছিল।
আরও পড়ুন-উঠতি মডেলদের প্রলোভন দেখিয়ে দেহব্যবসা, মুম্বইয়ে অভিনেত্রীকে হাতেনাতে ধরল পুলিশ
আরও পড়ুন-'এটা ২০২৩' মনে করিয়ে দিয়ে হানি বললেন, 'উরফি যা খুশি তাই পরবেন…'