শাহরুখ খান তাঁর ক্যারিশমায় বারবার নজর কেড়েছেন তাঁর অনুরাগীদের।কেবল তাঁর নয়, তাঁর পরিবারের খুঁটিনাটি বিষয় নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু অভিনেতার এক্সটেন্ডেড পরিবারকে চেনেন? দেখে নিন কিং খানের ফ্যামিলি ট্রি।
আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে সৌরভ, বরাত জোরে পেলেন রক্ষা! কী ঘটেছে মহারাজের সঙ্গে?
শাহরুখ খানের ফ্যামিলি ট্রি
শাহরুখ খানের বাবা হলেন মীর তাজ মহম্মদ খান। তিনি পেশোয়ারে জন্মেছিলেন। পেশায় আইনজীবী ছিলেন। কিন্তু দেশভাগের পর ১৯৪৮ সালে তাঁরা ভারতে চলে আসেন। শাহরুখ খানের দাদু ছিলেন কর্ণাটক রাজ্যের প্রধান ইঞ্জিনিয়ার, এমনটাই একবার অভিনেতা নিজে জানিয়েছিলেন। তিনিই ম্যাঙ্গালোর বন্দর বানিয়েছিলেন।
শাহরুখ খানের মা লতিফ ফাতিমা খান একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং সমাজসেবী ছিলেন।
আরও পড়ুন: স্ত্রী ২ থেকে অ্যানিম্যাল, জওয়ান সবাইকে ছাপিয়ে এগিয়ে গেল ছাবা! ১৯ তম দিনে কত আয় করল ভিকির ছবি?
শাহরুখের স্ত্রী হলেন গৌরী খান। তিনি পেশায় একজন প্রযোজক এবং ইন্টিরিয়র ডিজাইনার। তাঁদের দুজনের তিন সন্তান। সুহানা খান ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন। আরিয়ান খান শীঘ্রই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। এছাড়া তাঁর একটি ফ্যাশন ব্র্যান্ড আছে। শাহরুখ এবং গৌরীর ছোট ছেলে হল আব্রাম।
শাহরুখের সঙ্গে এককালে সানি দেওলের সমস্যা, ঝগড়া থাকলেও জানেন কি ববি দেওলের স্ত্রী তনয়া আহুজ কিং খানের তুতো বোন হন? হ্যাঁ, একেবারেই তাই। শাহরুখ খানের নিজের বোন হন শাহনাজ লালারুখ খান।
শ্বশুর বাড়ির দিক থেকে বলতে গেলে শাহরুখের শ্বশুর হলেন রমেশ চন্দ্র চিব্বার। তিনি পেশায় কর্নেল ছিলেন। শাশুড়ি হলেন সবিতা চিব্বার।
শাহরুখ খানের আগামী কাজ
শাহরুখ খানকে আগামীতে কিং ছবিতে দেখা যাবে। সেই ছবিতে তিনি একজন মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন। এছাড়া তাঁর হাতে পাঠান ২, পাঠান ভার্সেস টাইগার, ইত্যাদির মতো ছবিও রয়েছে।