
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডের অন্যতম আদর্শ দম্পতি শাহরুখ-গৌরী। তিন দশকের সুখী দাম্পত্য় তাঁদের। তাঁদের প্রেমের কাহিনিটা আরও পুরোনো। জানেন কি শাহরুখের জীবনের প্রথম ক্রাশও গৌরী খান! হ্যাঁ, ১৮ বছরের শাহরুখ প্রেমে পড়েছিলেন বছর ১৪-র গৌরীর। দীর্ঘ সময় পরেও গৌরীর প্রতি শাহরুখের মুগ্ধতা এতটুকুও কমেনি। সবসময় নিজের হাবেভাবে শাহরুখ বুঝিয়ে দেন গৌরী তাঁর কাছে কতটা স্পেশ্যাল।
সম্প্রতি কোরিওগ্রাফার শামাক দাভার মুখ খুললেন শাহরুখ-গৌরীর সম্পর্কের অজানা দিক নিয়ে। ভারতের অন্যতম জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার শামাক। তবে বলিউডের সঙ্গে দীর্ঘ আড়াই দশক আগে একটু দূরত্ব বজায় রেখে চলতেন তিনি। তবে ‘দিল তো পাগাল হ্য়ায়’ ছবির জন্য শামাককে কোরিওগ্রাফার হিসাবে পেতে মরিয়া ছিলেন শাহরুখ। নায়কের জোরাজুরিতে শেষমেশ ওই কাজ নিজের হাতে তুলে নেন তিনি। শাহরুখের সঙ্গে শামাকের আলাপ গৌরীর মাধ্য়মে। তিনি জানান, ‘গৌরী আমার ডান্স ক্লাসে আসত। শাহরুখ প্রায় দিনই বউকে আমার ক্লাস থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসত। ক্লাসের মধ্যে এসে সে দাঁড়াত, এরপর সিগারেটে সুখটান দিত। একদম সাধারণ স্বামীর মতো ধৈর্য্য ধরে বউয়ের ক্লাস শেষের অপেক্ষা করত। এরপর একদিন হঠাৎ করেই আমাকে বলল, একটা ছবি তৈরি হচ্ছে আর ও চায় সে ছবির গান আমি কোরিওগ্রাফ করি’।
যশ চোপড়ার ‘দিল তো পাগল হ্যায়' ছবিতে শাহরুখ নিজে এক ডান্স কোরিওগ্রাফারের চরিত্রে অভিনয় করেছিলেন। তাই শাহরুখের ইচ্ছে ছিল ছবির গান শামাক কোরিওগ্রাফ করুক। তাই একদিন মন্নতে নৈশভোজে শামাককে আমন্ত্রণ জানান তিনি। এরপর কী ঘটেছিল? শামাক ই-টাইমসকে জানিয়েছেন, ‘আমি যখন গেলাম শাহরুখ আমাকে দিল তো পাগল হ্যায় ছবির প্রস্তাব দিল। আমাকে রাজি করাতে শাহরুখ বলল আমার ডান্স স্টাইলই নাকি ওই ছবিতে লাগবে। শাহরুখ আমাকে না বোঝালে আমি কোনওদিন ওই ছবিটা করতাম না। কারণ বলিউড স্টাইল কোরিওগ্রাফি আমি করি না’। প্রসঙ্গত, ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে শাহরুখ ছাড়াও দেখা মিলেছিল মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুরের। ক্যামিও রোলে ছিলেন অক্ষয় কুমার।
১৯৯১ সালের ২৫ অক্টোবর মাসে বিয়ের পর্ব সারেন তাঁরা। ভবিষ্যত অনিশ্চিত জেনেও শাহরুখের হাতটা শক্ত করে ধরেছিলেন গৌরী। কোনওরকম গসিপকে নিজেদের সম্পর্কের মাঝের দেওয়াল হতে দেননি দুজনেই। এক কথায় বলিউডের ‘পাওয়াল কপল’ শাহরুখ খান ও গৌরী খান। আরিয়ান,সুহানা, আব্রামকে নিয়ে সুখের সংসার শাহরুখ-গৌরীর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports