সম্প্রতি ৭১তম জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকায় শাহরুখ খানের নাম দেখে আনন্দে উচ্ছসিত হয়েছেন ভক্তরা। দীর্ঘ ফ্লিম কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি। অবশেষে তাঁর সমস্ত কষ্ট সার্থক হল, একথা এক কথায় স্বীকার করে নিয়েছেন সকলে।
শাহরুখ খানের এই জয়ের পর যখন কিং খানকে সকলে শুভেচ্ছা বার্তা জানাতে ব্যস্ত। তখন খুব কাছের এক পুরোনো বন্ধুকে ধন্যবাদ জানালেন শাহরুখ। কে সেই ব্যক্তি? সলমন না আমির? কাকে ধন্যবাদ জানালেন অভিনেতা? না, এঁদের মধ্যে কেউ নয়। শাহরুখ যাকে ধন্যবাদ জানালেন, তিনি শাহরুখের পুরনো সময়ের এক সহযাত্রী ছিলেন।
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
সম্প্রতি X হ্যান্ডেলে শাহরুখের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে অভিনেতাকে শুভেচ্ছা বার্তা জানান প্রযোজক তথা অভিনেতা বিবেক বসওয়ানি। ছবিতে শাহরুখ এবং বিবেককে হাসিমুখে একে অপরের দিকে তাকিয়ে থাকে দেখা যায়। ছবিটি যে বহু বছরের পুরনো তা বলার অপেক্ষা রাখে।
ছবিটি পোস্ট করে বিবেক লেখেন, ‘অভিনন্দন শাহরুখ, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য! অনেক দেরিতে এল, কিন্তু এই সম্মান তোমার প্রাপ্য ছিল।’ বিবেকের জবাবে বিন্দুমাত্র দেরি না করে শাহরুখ লেখেন, ‘ধন্যবাদ এই শুভেচ্ছা দেওয়ার জন্য। এই সবকিছু তো তোর সঙ্গেই শুরু হয়েছিল। রাজু অবশেষে জেন্টলম্যান হয়ে উঠল!’
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
প্রসঙ্গত, ১৯৯২ সালে বিবেক বসওয়ানির সহ পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’। এই ছবিটা প্রথমবার মূলধারার ছবিতে নায়ক হিসেবে কাজ করেছিলেন অভিনেতা। শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন জুহি চাওলা, অমৃতা সিং এবং নানা পাটেকর। বিবেক নিজেও ছবিতে অভিনয় করেছিলেন লাভচাদ কুকরেজার চরিত্রে।
তবে শুধু ছবির পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও বিবেক শাহরুখের কেরিয়ারের প্রথম সময়ের বন্ধু ছিলেন। মুম্বইয়ে আসার পর প্রথম কয়েকদিন শাহরুখ বিবেকের বাড়িতেই থাকতেন। বিবেকের হাত ধরেই বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয় শাহরুখের। পরে অবশ্য একসঙ্গে শাহরুখ এবং বিবেক বেশ কয়েকটি ছবিতে কাজও করেছিলেন।