বাংলা নিউজ > বায়োস্কোপ > ঠোঁটে হাসি, গিটার বাজিয়ে গান গাইছেন আরিয়ান খান! নেটিজেনের মন্তব্য, ‘বিরল ভিডিয়ো’
বলিউড বাদশা শাহরুখ খান এবং ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান পুত্র আরিয়ান খান। নেটমাধ্যমে দারুণ জনপ্রিয় এই স্টার কিড। গত বছর শেষের দিকে মাদক মামলায় জড়িয়েছিলেন আরিয়ান। চলতি বছরই এই মামলায় বেকসুর ঘোষণা করা হয় তাঁকে।
সম্প্রতি নেটমাধ্যমে আরিয়ানের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে গিটার বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছে শাহরুখ পুত্রকে। সঙ্গে দেখা মিলেছে আরিয়ানের বন্ধুদেরও।
প্রসঙ্গত, বেশিরভাগই ক্যামেরার সামনে আরিয়ানকে বেশ গম্ভীর মেজাজে দেখা যায়। কিন্তু এই ভিডিয়োতে প্রথমবার তাঁর মুখে হাসি দেখতে পেয়েছেন নেটিজেন। বন্ধুদের সঙ্গে জ্যাম সেশনে গিটার বাজিয়ে গান গাইছে আরিয়ান। রেডিটে এই পুরনো ভিডিয়ো শেয়ার করেছে এক নেটিজেন। আরও পড়ুন: আবেদন, অনুরোধ করেছি, ‘হ্যাঁ’ শোনার জন্য মহিলাদের কোনওদিনও জোর করিনি: শাহরুখ