বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh: শাহরুখকে প্রকাশ্যে কীসের প্রস্তাব অনুরাগীর? কিং বললেন, ‘সবার সামনে এসব বলতে আছে নাকি! অনুষ্ঠানের পর…’
কিং খান শাহরুখের রসবোধ সত্যিই তারিফ করার মতো। যেখানে যখনই যান, অনুষ্ঠান কীভাবে মাতিয়ে রাখতে হয়, তা তিনি বেশ ভালোই জানেন। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভক্তদের মন্ত্রমুগ্ধ করলেন বাদশা। অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে শাহরুখের কথোপকথনের নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে কিছু মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শাহরুখের ফ্য়ানপেজে উঠে আসা একটা ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছ, এক অনুরাগী শাহরুখের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, ‘আমি তোমাকে ভালবাসি।’ কিংও তখন ঠাণ্ডা মাথায় উত্তর দেন, 'আমিও তোমাকে ভালোবাসি, সংলাপ তো বোলনে দে, অউর কিতনা পেয়ার করেগা'। বলেই হেসে ফেলেন। উত্তরে ওই অনুরাগী বলেন, ‘সারা জীবন ভালোবাসব।’