আবেদন, অনুরোধ করেছি, ‘হ্যাঁ’ শোনার জন্য মহিলাদের কোনওদিনও জোর করিনি: শাহরুখ
1 মিনিটে পড়ুন Updated: 06 Jun 2022, 03:29 PM ISTকোনও মেয়েকে হ্যাঁ বলাতে কোনওদিনও কোনও জোরাজুরি করেননি তিনি, জানিয়েছেন বলিউডের বাদশা।

জীবনের ৫৬টা বসন্ত পার করে ফেলেছেন। প্রায় চার বছর ধরে বড় পর্দায় দেখা মেলেনি তাঁর। পঁচিশ বছরের কেরিয়ার। হাতে গোনা কয়েকটা ফিল্ম অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে। বিতর্ক-সমালোচনা একাধিকবার ঘিরে ধরেছে তাঁকে। তবে কঠিন সময়ে তাঁর টিকে থাকার লড়াই, দাঁতে দাঁত চেপে ময়দানে ফিরে দাঁড়ানোর লড়াইয়ের মন্ত্রটা ভালো জানেন তিনি। অগণিত ভক্তদের কাছে তাই অনুপ্রেরণা বলিউডের কিং খান।
কেরিয়ারের ২৫টা বছর পেরিয়েও আজও তিনি দর্শকদের মনের ‘কিং অফ রোম্যান্স’। ছোটবেলা থেকে বেশিরভাগ সময় নারীদের সঙ্গ পেয়ে বড় হয়েছেন এসআরকে। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের অতীতের জীবন নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। মা চলে যাওয়ার পর অভিনেতার এক দিদিও রয়েছেন। পরবর্তীতে স্ত্রী গৌরী খান এবং মেয়ে সুহানা এসেছে তাঁর জীবনে।
২০১৮ সালে World Economic Forum-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, ‘বাবা যখন মারা যান আমার বয়স ছিল ১৪ বছর। মায়ের কাছেই বড় হয়েছি। মায়ের কোনও ভাই ছিল না। আমার দিদিমাও অনেক আগেই মারা গিয়েছেন। তাই পরিবার বলতে আমার ছিলেন মা, দিদি, তিন মাসি, আর এক দিদিমা। তার পর যখন মা-ও চলে গেলেন আমার জীবনে রইলেন স্ত্রী আর মেয়ে।’ আরও পড়ুন: মুখে-হাতে ফেট্টি! কেন এত দেরী হল? ‘জওয়ান’-এর পোস্টার শেয়ার করে জানালেন শাহরুখ
6.88% Weekly Cashback on 2025 IPL Sports