এর আগে অবশ্য শুধু শাহরুখই নয়, রামচরণকেও ধুম-৪-এ দেখা যাওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে এখন খবর এর পুরোটাই ভিত্তিহীন। মাঝে একবার শোনা গিয়েছিল যে সলমন খানকে নাকি ধুম ৪ এ মুখ্য ভূমিকায় দেখা যাবে। তবে সেসব গুজবও নস্যাৎ করে দেওয়া হয়েছিল।
শাহরুখ-ধুম ৪
২০২৩ 'কিং খান' শাহরুখের জন্য অন্যতম সেরা বছর। একথা মানতে প্রায় কেউই দ্বিধা করবেন না। দীর্ঘ বিরতির পর চলতি বছরই মুক্তি পেয়েছে শাহরুখের তিন, তিনটি ছবি। পাঠান, জওয়ানের মতো না হলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে শাহরুখের 'ডাঙ্কি'। অনুরাগীরা সকলেই জানতে চান ২০২৪-এ শাহরুখের কোন ছবি আসছে?
বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের হিট অ্যাকশন-প্যাকড ছবি ধুম-৪ নাকি দেখা যাবে 'বাদশা'কে। এমন খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন শাহরুখ ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেন ধুম ৪-এর জন্য শাহরুখ খান এক্কেবারে আদর্শ। কিন্তু নাহ, এখন শোনা যাচ্ছে অন্যকথা। যশরাজ ফিল্মসের ঘনিষ্ঠ সূত্রে খবর, এখনও পর্যন্ত ধুম ৪-এর জন্য কোনও কাস্ট ঠিক করা হয়নি। আর তাই 'ডাঙ্কি' শাহরুখের এই ছবিতে কাজ করার খবর এক্কেবারেই ভুল।
ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমের প্রতিবেদন অনুসারে, ঘনিষ্ঠ সূত্র তাঁদের জানিয়েছে, ‘ধুম ৪-এ শাহরুখ খানের অভিনয়ের খবর এক্কেবারে ভিত্তিহীন। এখনও ছবির জন্য কোনও কাস্টই লক করা হয়নি।’