দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে প্রকাশ্যে এসেছে 'ফাইটার'-এর টিজার। যেখানে ধরা পড়েছে এক্কেবারে মাঝ আকাশের লড়াই। বায়ু সেনা অফিসারের বেশে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুরকে। ছবির টিজার দেখে মুগ্ধ বহু সিনেমাপ্রেমী। এদিকে বন্ধু হৃত্বিক-দীপিকার বহু চর্চিত 'ফাইটার' টিজার দেখে ফেলেছেন খোদ কিং খান শাহরুখ।
'ফাইটার'-এর টিজার দেখে কী বলছেন কিং খান শাহরুখ?
বাদশা লিখেছেন, ‘একমাত্র হৃত্বিক ও দীপিকা ও অনিল কাপুরই এধরনের সুন্দর জিনিস উপহার দিতে পারেন। আর যেভাবে সিড আনন্দ (সিদ্ধার্থ আনন্দ) ছবিটিকে উপস্থাপনা করেছেন, তাতে সবদিক থেকেই ভালো লাগছে। সিড নিজের রসবোধেরও উন্নতি করেছেন। সবার জন্য শুভকামনা রইল। টেক অফের জন্য প্রস্তুত!’
আরও পড়ুন-৮৮তে পা, ছেলে সানিকে পাশে নিয়ে কেক কাটলেন ধর্মেন্দ্র, দেখা গেল না হেমাকে, লিখলেন…
আরও পড়ুন-খোলামেলা পোশাকে উন্মুক্ত শরীর, 'তোমাকে এমন ভাবে…', ‘প্রিয়তমা’ ইধিকাকে এভাবে দেখে কী করলেন অনুরাগীরা!
আরও পড়ুন-৮৮তে পা, ছেলে সানিকে পাশে নিয়ে কেক কাটলেন ধর্মেন্দ্র, দেখা গেল না হেমাকে, লিখলেন…