শুক্রবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শাহরুখ খান তাঁর ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। কিং খান তাঁর ২০২৩ সালের ছবি 'জওয়ান'-এর জন্য এই পুরস্কার অর্জন করেছেন। এই খুশির খবর প্রকাশ্যে আসার পর 'জওয়ান' ছবির পরিচালক অ্যাটলি কুমার শাহরুখ খানকে জাতীয় পুরস্কারের জন্য অভিনন্দন জানিয়েছেন। এই উপলক্ষ্যে অ্যাটলি শাহরুখ খানের জন্য একটি সুন্দর বার্তাও লিখেছেন।
অ্যাটলি কুমার তাঁর ইনস্টাগ্রামে 'জওয়ান' ছবির সেটে তোলা দুটি ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলি পোস্ট করে অ্যাটলি ক্যাপশনে লিখেছেন, 'আমি নিজেকে ধন্য বলে মনে করছি শাহরুখ স্যার। আপনি আমাদের 'জওয়ান' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বলে আমি খুবই খুশি। আপনার জার্নির অংশ হতে পেরে আমি খুবই আবেগপ্রবণ এবং অনুপ্রাণিত বোধ করছি। আমার উপর আস্থা রাখার জন্য এবং এই ছবিটি উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, এটা আপনার কাছে আমার প্রথম প্রেমপত্র, আরও অনেক কিছু আসবে।'
আরও পড়ুন: স্বামীর পরকীয়া নিয়ে ফের বিস্ফোরক রিয়া! ‘আমাকে টেনে নীচে নামানো হয়েছে…’, লাইভে কেঁদে ফেললেন নায়িকা
এই পোস্টে অ্যাটলি কুমার শিল্পা রাওকে ‘চালিয়া’ গানের জন্য জাতীয় পুরষ্কার জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন। এই পোস্টে তিনি নিজেকে শাহরুখ খানের একজন ভক্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে শাহরুখ খানের সঙ্গে কাজ করা তাঁর জন্য ঈশ্বরের আশীর্বাদের মতো।
অ্যাটলি কুমার আরও লিখেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলির মধ্যে অন্যতম, শাহরুখ স্যার আপনার পাশে থাকাটা আমার জন্য আশীর্বাদ। একজন ভক্ত হিসেবে, আপনার সঙ্গে কাজ করা, একটি ছবি তৈরি করা এবং শাহরুখের মতো জনসমাগমে এটা দেখা ঈশ্বরের আশীর্বাদ।’
আরও পড়ুন: ‘ধূমকেতু’তে বিয়ের দৃশ্য শ্যুটের পর কেঁদেছিলেন শুভশ্রী? ‘আবেগ কখন…’, যা বললেন দেব
প্রসঙ্গত, জাতীয় পুরস্কার প্রসঙ্গে শাহরুখও তাঁর অনুরাগীদের সঙ্গে নানা কথা ভাগ করে নিয়েছিলেন। নায়ক বলেন, ‘জাতীয় পুরস্কারের সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি। জুরি, তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে আমার ধন্যবাদ। এটা এমন একটা মুহূর্ত যা চিরকাল আমার মনে থেকে যাবে। যারা আমাকেই সম্মানের যোগ্য বলে মনে করেছেন তাঁদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজু স্যার, অ্যাটলি স্যার আমাকে এই ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য।'