
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আম্বানিদের বিয়েতে সামিল প্রায় গোটা বলিউড। হাজির ছিলেন কিং খান শাহরুখ ও গৌরীও। শুক্র ও শনিবার দু'দিনই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ খান ও গৌরী খান। তবে আজ রবিবার আম্বানির বাড়ি অ্যান্টিলায় মঙ্গল উৎসব (বিবাহোত্তর সংবর্ধনা বাং ইংরাজিতে যাকে বলে রিসেপশন পার্টি) থাকছেন না শাহরুখ গৌরী
কিং খানের একটা ফ্যান ক্লাবের ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের কালিনা বিমানবন্দর থেকে শাহরুখ ও গৌরীকে লন্ডনের উদ্দেশে রওনা দেন। একটা সাদা এসইউভি গাড়ি থেকে নেমে বিমানবন্দরে ঢুকতে দেখা যায় শাহরুখ-গৌরীকে। গৌরীর পরনে ছিল একটা সাদা টপ, আর শাহরুখ পরেছিলেন কমলা রঙের হুডি।
প্রসঙ্গত ছবির শ্যুটিংয়ে লন্ডনেই ছিল শাহরুখ ও তাঁর পরিবারে। তবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত অনন্ত ও রাধিকার শুভ বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার লন্ডন থেকে মুম্বই ফেরেন শাহরুখ-গৌরী। বিয়ের অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল সবুজ রঙের পাঠানি স্যুট, আর গৌরী পরেছিলেন সোনালি রঙের ড্রেস। অনন্তের মা তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির সঙ্গে নাচতেও দেখা যায় শাহরুখকে।
রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে ‘ছাইয়া ছাইয়া’তেও নাচতে দেখা যায় কিং খানকে। তিনি রজনীকান্তকে হাতজোড় করে শুভেচ্ছা জানান, শচীন টেন্ডুলকারের সঙ্গে করমর্দন করতে দেখা যায় তাঁকে। এছড়াও অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় শাহরুখকে। আবার শনিবারও ওই একই জায়গায় শুভ আশীর্বাদ অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ-গৌরী। তাঁদের সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান এবং গৌরীর মা সবিতা ছিব্বর।
ডব্লউডব্লিউই সুপারস্টার এবং অভিনেতা জন সিনা শাহরুখের সঙ্গে বিয়ের একটা ছবি শেয়ার করে এক্সএক্স-এ লিখেছেন, 'এটা একটা অকল্পনীয় অনুভূতি। আম্বানি পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ তাদের অতুলনীয় উষ্ণতা এবং আতিথেয়তার জন্য। অনেক অবিস্মরণীয় মুহুর্তগুলিতে ভরা একটা অভিজ্ঞতা যা আমাকে অগণিত নতুন বন্ধুর সঙ্গে আলাপ করিয়েছে। যার মধ্যে শাহরুখের সঙ্গে দেখা করে আমার জীবনে ইতিবাচক প্রভাব পড়েছে।
শাহরুখ তার পরবর্তী ছবি 'কিং'-এর শুটিংয়ের লন্ডন যাচ্ছেন বলে জানা গিয়েছে। সুজয় ঘোষ পরিচালিত এই ক্রাইম থ্রিলারে মেয়ে সুহানার সঙ্গে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বাদশাকে। এই ছবির প্রযোজনা করেছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports