পাঠান ছবিটির রেকর্ড শাহরুখ খান নিজেই ভাঙলেন। চার বছর বিরতি কাটিয়ে ফিরে নিজে এসেই রেকর্ড গড়লেন, কয়েক মাস যেতে না যেতে নিজেই সেই রেকর্ড ভাঙা শুরু করলেন। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল পাঠান, গোটা দেশ ভেসে গিয়েছিল শাহরুখ ম্যাজিকে। ৭ সেপ্টেম্বর সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপ্তাহের মাঝখানে মুক্তি পেল জওয়ান। আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল যেন। একদিনে সমস্ত রেকর্ড তোলপাড় করে ভারতীয় বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করল কিং খানের ছবি। দর্শকদের সবার একটাই বক্তব্য এটা কেবল একটা ছবি নয়, তার থেকে অনেক বেশি কিছু। কিন্তু তাঁদের সকলের মধ্যে এই ব্যক্তি যা দাবি করলেন সিনেমা হল থেকে বেরিয়ে সেটা শুনলে চমকে উঠতে হয় বইকি!
কিছু কথা, কিছু প্রতিক্রিয়া শুনলে বোঝা যায় না যে কী করা উচিত, হাসব নাকি চমকে উঠব, এটাও যেন তাই! কী ঘটেছে? পাটনার একটি হলের বাইরে দর্শকদের প্রতিক্রিয়া নেওয়া হচ্ছিল, সেখানেই এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এক ব্যক্তি বলেন, 'অ্যাটলির হাত কেটে ফেলা উচিত। তাজ মহল বানানোর পর যেমন সমস্ত শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল যাতে ওরা আরেকটা তাজ মহল না বানাতে পারে। তেমন ভাবেই অ্যাটলি যাতে আর এমন ছবি না বানাতে পারেন তাই তাঁর হাতকেও কেটে ফেলা উচিত।' তাজ মহলকে ঘিরে এমন গল্প প্রচলিত আছে যে এটা তৈরি হওয়ার পর শাহজাহান শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন যাতে আর এমন জিনিস না বানানো যায়। কিন্তু তাই বলে সেটার পরিণামের সঙ্গে জওয়ানের তুলনা! ভক্তের দাবি শুনে হেসে কূলকিনারা পাচ্ছেন না নেট নাগরিকরা।
আরও পড়ুন: জওয়ান ক্রেজে সামিল গুগলও, এটা করলেই স্ক্রিন ঢাকবে ব্যান্ডেজে! সত্যি!
আরও পড়ুন: জওয়ান আসলে সরকার বিরোধী প্রতিবাদ, প্লট ঘেঁটে দাবি নেটিজেনদের
তিনি তাঁর বক্তব্যে আরও জানান যে জওয়ানের রেকর্ডও ভেঙে যাবে। তাঁর কথায়, 'ডাঙ্কি আসছে তো। আবার রেকর্ড ভাঙবে। তবে এই ছবি আজ তো ১৫০ কোটি আয় করেছেই করেছে।'
সকলেই এই পোস্টে হাসির ইমোজি কমেন্ট করেছেন। এক ব্যক্তি আবার লেখেন, 'এটা কে রে! আজব দাবি তো!' কেউ কেউ লেখেন, 'আরে ভাই ভাই। এই জন্য শাহরুখকে বক্স অফিসের ইশ্বর বলা হয়।'