বৃহস্পতিবার সক্কাল সক্কাল হঠাৎই রটে যায় প্রথম সন্তান আসতে চলেছে শিবানি দান্ডেকর ও ফারহান আখতারের। এরপরই রীতিমতো আপ্লুত হয়ে ভক্তরা শুভেচ্ছাার্তাও পাঠাতে শুরু করে দেন। একাধিক মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয় যে, শিবানী গর্ভবতী এবং এই বছরের শেষের দিকে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত ফারহান। এবার খবর ছড়িয়ে পড়তেই, তা নিয়ে মুখ খুললেন শাবানা আজমি।
২০২২ সালে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন শিবানি ও ফারহান। এর আগে ২০০০ সালে হেয়ারস্টাইলিস্ট আধুনা ভবানিকে বিয়ে করেছিলেন অভিনেতা। এই বিয়ে থেকে তাঁর দুই সন্তানও হয়, শাক্য আখতার ও আকিরা আখতার।
সত্যিই কি বাবা হচ্ছেন ফারহান?
৯ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারই ৫১ বছরে পা রাখলেন অভিনেতা। তাই কি সকাল সকাল ভাগ করে নিলেন এই সুসংবাদ? আসলে ব্যাপারটা মোটেও তেমন নয়, পুরোটাই গুজব। শিবনী মোটেও মা হচ্ছেন না, অন্তত এমনটাইদাবি করলেন শাশুড়ি শাবানা আজমি।
আরও পড়ুন: ছোট পর্দায় ফিরছেন অর্জুন চক্রবর্তী! কোন ধারাবাহিকে সব্যসাচী-পুত্র, নায়িকা কে?
ইটাইমসকে বর্ষীয়ান অভিনেত্রী জানান, ‘এই খবরের পিছনে কোনো সত্যতা নেই’। হানি ইরানিকে ডিভোর্স দেওয়ার পর, শাবানাকে বিয়ে করেন ফারহানের বাবা জাভেদ আখতার।