গত মাসের শেষের দিকে ছেলের অন্নপ্রাশন উপলক্ষে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ক্যাপশনে লিখেছিলেন, ‘আর মাত্র দুই দিন’। প্রথমে কিছু বোধগম্য না হলেও পরে বোঝা গিয়েছিল, পোস্ট করা হয়েছে ছেলের অন্নপ্রাশনে উপলক্ষে। এবার তেমনই একটি পোস্ট করতে দেখা গেল রূপসার স্বামী সায়নদীপ সরকারকে।
১১ জুলাই নিজেদের বিয়ের একটি ছবি পোস্ট করে সায়নদীপ লেখেন, ‘আর মাত্র আট দিন।’ ছবিতে নবদম্পতিকে খই পোড়াতে দেখা যায় হাসিমুখে। ছবিতে রূপসাকে দেখা যায় একটি লাল রঙের শাড়ি পরে থাকতে, সায়নদীপকে দেখা যায় চিরাচরিত বরের বেশে।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
সায়নদীপের পোস্ট করা ছবি দেখে প্রাথমিকভাবে সকলেই অনুমান করছেন, আগামী ৮ দিন পর হয়তো এই তারকা দম্পতির বিবাহবার্ষিকী। মূলত বিবাহ বার্ষিকী উপলক্ষেই এই ছবি পোস্ট করেছেন তিনি। অনেকে আবার মনে করছেন, বিবাহবার্ষিকী উপলক্ষে রূপসাকে নিশ্চয়ই বড় কোন সারপ্রাইজ দিতে চলেছেন সায়নদীপ, তাই এই পোস্ট।
কেউ কেউ আবার ভাবছেন, অ্যানিভার্সারি উপলক্ষে হয়তো স্ত্রী এবং সন্তানকে নিয়ে বড় কোনও ট্রিপ করতে চান সায়নদীপ। স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার আগে হয়তো এমন পোস্ট করলেন তিনি। কিন্তু আসল ব্যাপার কি, সেটা তো আর কিছুদিন পরই বোঝা যাবে। সায়নদীপের কথায়, আর ৮ দিন পর।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
গত মাসে ছেলের অন্নপ্রাশন উপলক্ষে একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন এই তারকা দম্পতি। অনুষ্ঠানের দিন রূপসার পরনে ছিল টকটকে লাল বেনারসী। গা ভর্তি সোনার গয়না, টানা কানের দুল, ছোট্ট লাল টিপে সেজে উঠেছিলেন নায়িকা। ফুল দিয়ে মাথায় খোঁপাও বেঁধেছিলেন তিনি। অন্যদিকে, সায়নদীপ ধরা দিয়েছিলেন গোল্ডেন সুতোর কাজ করা লাল পাঞ্জাবি ও ধুতিতে।