সালটা ছিল ২০২২, আর দিনটা ১৫ মে। গরফার একটি আবাসনের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে-র। সেসময় ‘মন মানে না’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। তাঁর মৃত্যুকে লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে অভিনেত্রীর পরিবার। যে অভিযোগের ভিত্তিতে সেসময় গ্রেফতার করা হয়েছিল সাগ্নিককে। পরে যদিও তিনি ছাড়া পেয়ে যান।
পল্লবী দে-র মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। আর আজ আরও একটা ২৩ ফেব্রুয়ারি, এদিনটিই তাঁর জন্মদিন। প্রয়াত অভিনেত্রীর জন্মদিনে ফেসবুকের পাতায় তাঁকে খোলা চিঠি লিখলেন অভিনেতা সায়ক চক্রবর্তী।
কী লিখেছেন সায়ক?
সায়ক লেখায় উঠে এসেছে পল্লবীর সঙ্গে তাঁর প্রথম দেখা থেকে শেষ দেখার কথা। উঠে এসেছে জন্মদিনে উপহার চাওয়ার প্রসঙ্গও। তিনি লিখেছেন, ‘প্রথম দেখা-মুম্বই-এ শুটিং শুরু হয় আমি সিরাজের বেগমের। প্রথম দেখা পল্লবীর সাথে, মন খারাপ করে বসেছিলো প্রথম দিন, কারণ ওই দিন ছিল দীপাবলি, আর বাজি বা প্রদীপ কিছুই ছিলনা ওর কাছে। আমি সাথে করে মোমবাতি নিয়ে গেছিলাম, মা ব্যাগে দিয়ে দিয়েছিলো,বলেছিলো ১৪ প্রদীপ জ্বালাস। যেখানে থাকবি, সেই মতো মোমবাতি জ্বালাতে বসলাম একা। কেউ কেই তেমন চিনিনা, প্রথম দিন তো তাই, হঠাৎ দেখি একটা মেয়ে ছুটে আসছে আর বলছে তুমি মোমবাতি এনেছো? আমায় একটু জ্বালাতে দেবে? আমি বললাম নিশ্চয়ই, সবাই মিলে জালাই। সেই মন খারাপ করে বসে থাকা মেয়েটা এক নিমেষে প্রাণোচ্ছল হাসি খুশি মিশুকে হয়ে গেলো, তার পর রান দা আর বাদশা দার নিয়ে আসা এক লড়ি বাজি সবাই মিলে পুড়িয়ে ছিলাম।’