আজই ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবারই ঘটা করে বাগদান সারবেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। তার আগে সোমবার রাতে বাড়িতে একাই ছিলেন সুকান্ত। আর তখনই কেক নিয়ে সেখানে পৌঁছে যান তাঁর অভিনেতা বন্ধু সায়ক চক্রবর্তী, সঙ্গী হন অভিনেত্রী পল্লবী মুখোপাধ্যায়। 'মেরি জিন্দেগি সাবারি' গানটি গাইতে গাইতে সেখানে ঢোকেন তাঁরা। তবে সেখানে মিসিং ছিলেন সুকান্তর হবু বউ অনন্যা।
এরপর সুকান্তর ফ্ল্যাটে গিয়েই তিনজনে হাত ধরাধরি করে গান গাইতে দেখা যায় সুকান্ত-পল্লবী ও সায়ককে। এরপর হয় কেক কাটা। ‘Last moments Bachelor party’-ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করেছেন সায়ক চক্রবর্তী।
আরও পড়ুন-পা ছুঁয়ে প্রণাম নায়িকার, শ্রাবন্তীকে আদর করে ‘মেয়ে’ বললেন প্রসেনজিৎ, কী বললেন অভিনেত্রী?
আরও পড়ুন-নতুন প্রেমে পড়েছেন! সুনীতার সঙ্গে ৩৭ বছরের দাম্পত্য ভাঙছে গোবিন্দার?
আরও পড়ুন-বিয়ে নয় বাগদান-এর আগে ঘটা করে আইবুড়োভাত অনন্যা-সুকান্তর, কী ছিল মেনুতে?