শতাব্দী রায় আবারও বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন। আগেই জানা গিয়েছিল এই খবর। এবার জানা গেল চলতি বছরের গরমেই আবারও অভিনেত্রীকে বড় পর্দায় দেখা যাবে। তাঁর এই আসন্ন ছবির নাম বাৎসরিক।
আরও পড়ুন: অর্জুনকে বিদ্রূপ করে 'মজা' পান নেটিজেনরা! ট্রোলারদের একহাত নিয়ে কী বললেন বনি-পুত্র?
আরও পড়ুন: কাঞ্চন বর নয়, শ্রীময়ীর 'বড় ছেলে'! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একি দাবি করলেন অভিনেত্রী?
শতাব্দী রায়ের নতুন ছবি
শতাব্দী রায়ের এই কামব্যাক ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। তাঁদের এই ছবিটির নাম বাৎসরিক। এটি একটি অতিপ্রাকৃত গল্পের উপর নির্ভর করে বানানো হয়েছে। এদিন পয়লা বৈশাখে প্রকাশ্যে এল ছবির পোস্টার।
বাৎসরিক ছবির পোস্টারে দেখা যাচ্ছে একটি খালি ছবির ফ্রেমে রজনীগন্ধার মালা টাঙানো। পাশে রাখা একটি খালি ফুলদানি। পাশে বেশ কিছু বই এবং ধূপদানি ও প্রদীপ রাখা। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে বাৎসরিক ছবিটি।
মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিটির নিবেদন করবে বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ। প্রযোজনার দায়িত্ব সামলেছেন শুভজিৎ মণ্ডল, সুতপা মণ্ডল।
কী নিয়ে আবর্তিত হবে বাৎসরিক ছবির গল্প?
জানা গিয়েছে এই ছবির গল্পে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীর চরিত্রের বর মারা গিয়েছে, আর শতাব্দী রায় হারিয়েছে তাঁর ভাইকে। এমন অবস্থায় দুজনের সমীকরণ কী দাঁড়ায় সেটাই দেখা যাবে এই ছবিতে। গল্পে উঠে আসবে অতিপ্রাকৃত ঘটনা প্রবাহও। প্রসঙ্গত মৈনাক ভৌমিকের সঙ্গে এটা শতাব্দী রায়ের প্রথম কাজ হলেও, ঋতাভরী কিন্তু পরিচালকের সঙ্গে গৃহস্থ ছবিতে কাজ করেছেন।
প্রসঙ্গত মৈনাক ভৌমিক পরিচালিত ভাগ্যলক্ষ্মী ছবিটি কিছু মাস আগেই মুক্তি পেয়েছে। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন শোলাঙ্কি রায় এবং ঋত্বিক চক্রবর্তী। ছবিটি একটি স্যাটায়ার ঘরানার ছিল। অন্যদিকে বাৎসরিক ছবিটির শ্যুটিং ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ এই ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলাবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: বাবিলকে চড় মারতে চান হুমা? ভিডিয়ো ভাইরাল হতেই ইরফান পুত্রকে নিয়ে কী বলছে নেটপাড়া?