গত ১৮ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে জয়া আহসান এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ‘ডিয়ার মা’। ছবিটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক থেকে কলাকুশলী সকলেই। সন্তানের প্রতি মায়ের অসীম ভালবাসার প্রতিচ্ছবি দেখানো হয়েছে এই সিনেমার মাধ্যমে। এই সবকিছুর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি ইন্টারভিউ।
‘ডিয়ার মা’ ছবির প্রচার চলাকালীন টিভি নাইন বাংলাকে দেওয়া একটি ইন্টারভিউতে দর্শকদের হলবিমুখ হয়ে যাওয়ার পেছনের আসল কারণ ব্যাখ্যা করেন অভিনেতা। কেন আগের মত এখন দর্শকরা সিনেমা দেখতে যান না প্রেক্ষাগৃহে? কেন ওয়েব সিরিজ বা ডিজিটাল প্লাটফর্মের দিকে মানুষের আগ্রহ এত বেশি বেড়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন শাশ্বত।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
সাক্ষাৎকার চলাকালীন শাশ্বত বলেন, ‘মানুষ কেন হলে যাবেন? হলে যে মানুষ যাবে কিছু দেখার জন্য তো যাবে। কিন্তু এখন সিনেমার পোস্টার বা নাম দেখেই মানুষের আগ্রহ কমে যায়। আমি যদি একটি সিনেমা থেকে কিছু না পাই তাহলে কেন আমি সেই সিনেমাটি দেখতে যাব?’
পুরনো দিনের কথা স্মরণ করে অভিনেতা বলেন, ‘আমরা যখন সিনেমা দেখতে যেতাম তখন ৯০ পয়সায় একটি সিনেমা দেখে ফেলতাম। টিফিনের পয়সা বাঁচিয়ে একটা সিনেমা দেখা হয়ে যেত। কিন্তু এখন একটা সিনেমা দেখতে গেলে কোলড্রিংসের খরচ, পপকর্নের খরচ, টিকিটের খরচ এমন কি পার্কিংয়ের আলাদা খরচ দিতে হয় মানুষকে।’
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
শাশ্বত আরও বলেন, ‘এত টাকা খরচ করে যদি আমি সেই সিনেমার সঙ্গে কানেক্ট না হতে পারি, তেমন গল্প বা ভিজুয়াল যদি আমাকে কেউ উপহার না দিতে পারে তাহলে কেন আমি হলে গিয়ে সিনেমা দেখব? একটা সিনেমা দেখে এলে যদি তার সঙ্গে ইমোশনালি কানেক্ট না হতে পারি তাহলে হলে যাওয়ার কোনও মানেই হয় না।’