দিদি নম্বর ওয়ানে খেলতে আসবেন জনপ্রিয় গায়িকারা। সেখানে হাজির থাকবেন সারেগামাপা খ্যাত চন্দ্রিকা ভট্টাচার্য। সেখানে তিনি তাঁর বিয়ের বিষয় নিয়ে কথা বলবেন।
দিদি নম্বর ওয়ানে চন্দ্রিকা ভট্টাচার্য
দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে আসবেন সারেগামাপা খ্যাত গায়িকা চন্দ্রিকা ভট্টাচার্য। তিনি ২০১৬ সালে সারেগামাপা শোতে অংশ নিয়েছিলেন। এদিন গায়িকাদের সঙ্গে জমিয়ে নাচ করতে দেখা যাবে সঞ্চালিকা। সদ্যই সেই প্রোমো ভিডিয়ো চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে।
আরও পড়ুন: ‘এখন মরে গেলে…’ পরিচালনার জন্য সবথেকে বেশি জাতীয় পুরস্কার পেয়েছেন বাঙালিরাই, সত্যজিৎ - মৃণালের পাশে নাম দেখে গর্বিত সৃজিত
আরও পড়ুন: সিলেটি গান 'কমলা নৃত্য করে'কে নিজের বলে দাবি করে বাংলাদেশিদের রোষের মুখে অঙ্কিতা
এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে সারেগামাপা খ্যাত গায়িকা চন্দ্রিকা জানান তিনি ভীষণ লাকি। তাঁর বর ভীষণ ভালো বলেও জানান। গায়িকার কথা অনুযায়ী, 'আমার বরটা ভীষণ লক্ষ্মী। আমার বিয়ের পর থেকে আমি এখনও পর্যন্ত সকলের চা করিনি। ওই করে।' গায়িকার কথা শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনের দিন শোতে কেন 'আল্লাহ'র গান? অপমানিত হওয়ার পর স্নিগ্ধজিৎ বললেন, 'মদ্যপ অবস্থায়...'
আরও পড়ুন: 'ওর জন্যই অভিনেত্রী হিসেবে...' বিচ্ছেদের বহু বছর পার, পরমের সঙ্গে 'সুখস্মৃতি' হাতড়ে কী বললেন স্বস্তিকা?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।
আরও পড়ুন: ফাইটার 'ফ্লপ'! হৃতিকের ছবিকে তুলোধনা করে পাক অভিনেতা বললেন, 'বিনোদনকে রাজনীতির সঙ্গে মেশাবেন না'
এবারে দিদি নম্বর ওয়ান টিআরপিতে ভালো ফল করেছে। রবিবার যে এই শো রাত ৮.৩০ থেকে সম্প্রচারিত হয় সেটা ৫.৯ নম্বর পেয়েছে। অভিফিজে দাদাগিরি পেয়েছে ৫.৩। ফলে রচনার শোয়ের থেকে এই সপ্তাহে পিছিয়ে আছে দাদাগিরি।