জমে উঠেছে সারেগামাপা বাংলার গ্র্যান্ড অডিশন। একইসঙ্গে বিচারক জুটিদের মধ্যে চলছে সেরা প্রতিযোগিকে নিজেদের দলে টানার চেষ্টা। এই প্রথমবার কোনও রিয়ালিটি শো-এর আসরে বিচারকের আসনে অন্তরা মিত্র। মছলন্দপুরের এই মেয়ে নিজে লাইমলাইটে উঠে এসেছিলেন রিয়ালিটি শো-এর হাত ধরেই। আরও পড়ুন-‘গরীবের শ্রেয়া ঘোষাল’, সারেগামাপা শুরুর আগেই ট্রোলের মুখে ‘গেরুয়া’ খ্যাত অন্তরা
এরপর লম্বা সময় বলিউডে কাজ করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন, ‘গেরুয়া’, ‘কেশরিয়া’র মতো গান। বন্ধু অরিজিতের সঙ্গে তাঁর ডুয়েট সবসময় হিট। এখন কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা অন্তরা, তবে এখন বাংলা সারেগামাপা-র বিচারক তিনি। কিন্তু শুরু থেকেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। ‘গরীবের শ্রেয়া ঘোষাল’ তকমা দেওয়া হয়েছিল তাঁকে। রিয়ালিটি শো-এর সাম্প্রতিক এপিসোডে বাংলার সঙ্গে হিন্দি মিশিয়ে কথা বলায় রোষের মুখে অন্তরা।
আলিপুরদুয়ারের কৃষক পরিবারের ছেলে মিঠুন দাশগুপ্ত। অসুস্থ বাবা-মা'র দেখভালের পাশাপাশি কৃষি জমিতে কাজ করে সে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে সারেগামাপা-র অডিশন মঞ্চে পৌঁছাতে পেরেছে সে। মিঠুনের কন্ঠে চিরদিনই তুমি যে আমার ছবির ‘পিয়া রে’ গান শুনে আবেগঘন সকলে।