বাংলা নিউজ > বায়োস্কোপ > Sara Ali Khan: লম্বা চুল সঙ্গে গোঁফ-দাড়ি, সুইমিং পুলে এ কেমন চেহার! সারাকে দেখে অবাক নেটপাড়া…
পরবর্তী খবর
Sara Ali Khan: লম্বা চুল সঙ্গে গোঁফ-দাড়ি, সুইমিং পুলে এ কেমন চেহার! সারাকে দেখে অবাক নেটপাড়া…
1 মিনিটে পড়ুন Updated: 01 Mar 2023, 10:41 AM ISTRanita Goswami
পরনে সাঁতারুর পোশাক, মাথা ভর্তি লম্বা চুল, সঙ্গে গোঁফ ও চাপ দাড়ি। সুইমিং পুলে নেমে দাঁড়িয়ে রয়েছেন সারা আলি খান। সারার এমন আজব চেহারা দেখে নেটপাড়ায় চর্চা শুরু হয়েছে..
সারা আলি খান
পরনে সাঁতারুর পোশাক, মাথা ভর্তি লম্বা চুল, সঙ্গে গোঁফ ও চাপ দাড়ি। সুইমিং পুলে নেমে দাঁড়িয়ে রয়েছেন সারা আলি খান। সিনেমা নির্মাতা হোমি আদাজানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের এমনই একটা অদ্ভুত ছবি পোস্ট করেছেন সারা আলি খান। কারণ, ছবিটি তুলেছেন হোমি আদাজানিয়া। আর সেকারণেই এই ছবির মাধ্যমে হোমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
যদিও সারার এই পোস্টের উত্তরে পরিচালক হোমি সইফ কন্যাকে 'বোকা'র তকমা দিয়েছেন। এছাড়াও সারা আরও একটি ছোট ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে হোমি আদাজানিয়ার সঙ্গে মিলে পুশআপ করতে দেখা গেছে। এই ভিডিয়োর মাধ্যমে সারা হোমিকে সবসময়ের জন্য ফিট ও অনুপ্রেরণা হয়ে থাকতে পরামর্শ দিয়েছেন। উত্তরে হোমি মজা করে বলেছেন, ‘কাজ করো বন্ধু’। প্রসঙ্গত, সারা আলি খানকে হোমি আদাজানিয়ার পরবর্তী ছবি ‘মার্ডার মুবারক’-এ দেখা যাবে।