
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজ ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। কিন্তু অভিনেত্রী সারা আলি খানের কাছে স্বাধীনতার অর্থ কী? হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং সেটা মানার প্রথম ধাপ হল তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে নিজের পছন্দের কিছু বেছে নেওয়ার ক্ষেত্রে। এটা মানতে হবে, বুঝতে হবে। আর আমার জন্য সেটাই হল একটি স্বাধীন হৃদয়ের উদাহরণ। দেশের যুব সমাজের অংশ হিসেবে আমি যা চাই সেটা বেছে নেওয়ার স্বাধীনতা চাই। একই সঙ্গে সকলের মতামতকে যেন সম্মান জানানো হয় সেটাও চাই।'
স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন, 'স্বাধীনতা কোনও গন্তব্য নয়, এটা একটা সফর। আপনি সবসময় উন্নত হতে পারবেন এখানে, বেশি পরিমাণে সমতা পেতে পারবেন এবং একই সঙ্গে সম্মান।'
সমাজের কোন জিনিসটা থেকে স্বাধীনতা চান সারা? অভিনেত্রীর কথায়, 'আমি একজন অভিনেত্রী, অভিনেত্রী হিসেবে আমি অনেক পথ এগিয়ে এসেছি, সামনে আরও দীর্ঘ পথ। কিন্তু আমাদের দেশে এখনও মহিলা এবং অভিনেত্রীদের নিয়ে এত বেশি জাজমেন্ট দেওয়া হয় যে কী বলি! তাই আমি চাই এসব গতে বাঁধা ভাবনা থেকে মানুষ যেন স্বাধীন হয়।'
আরও পড়ুন: সারা যেন পাড়ার মেয়ে! অটোয় চড়ে মুম্বই ভ্রমণে সইফ কন্যা, করলেন পাপারৎজিদের সঙ্গে খুনসুটি
আগামীতে সইফ কন্যাকে স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে। ‘এ মেরে ওয়াতান কে লোগো’ ছবিতে তিনি এক স্বাধীনতা সংগ্রামীর রূপে ধরা দেবেন। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, 'যে স্বাধীনতা সংগ্রামীদের আমরা চিনি শুধু তাঁরা নন, গোটা প্রজন্মটাই ছিল আত্মত্যাগের। সকলেই তাঁরা আত্মত্যাগ করেছিলেন। তাই কেবল একদিন নয়, আমার মনে হয় এই দেশকে নিজের দেশ হিসেবে পাওয়ার জন্য ৩৬৫ দিনই উদযাপন করা যায়। সেটাও হয়তো কম পড়ে যাবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports