বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের তালিকায় নাম আসে সারা আলি খানের। কেরিয়ার শুরুর আগে দারুণ ট্রান্সফরমেশন করেছেন নিজের বডির। বলিউডে প্রবেশের জন্য ওজন ঝরিয়ে নিজেকে ফ্য়াট থেকে ফিট করেছেন সইফ-অমৃতা কন্যা। এখন বলিউডের তরুণ অভিনেত্রীদের মধ্যে অন্যতন ফিট নায়িকা সারা।
সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ারে করে পেটের মেদ ঝরানোর জার্নির কথা ভাগ করে নিয়েছেন সারা। জানিয়েছেন মাত্র দু-সপ্তাহে কীভাবে পেটের মেদ ঝরিয়েছেন তিনি। তাঁর মন্তব্য, প্রথমে এই ছবি পোস্ট করতে এই দ্বিধা বোধ করছিলেন। তবে তিনি যা অর্জন করেছেন তার জন্য গর্ব বোধ করছেন। ছবিতে দেখা যাচ্ছে, জিমে যোগা ম্যাটের উপর বসে অভিনেত্রী। নিজের পেটের মেদ দেখাচ্ছেন।
ছবিটি পোস্ট করে সারা লিখেছেন, ‘সত্যি বলতে এই উপরের ছবিটা আপলোড করার সময় খানিকটা অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু নিজের উপর গর্ব হয় যখন মাত্র দু-সপ্তাহে নিজেকে পরিবর্তন করতে পারি। বাই বাই ছুটির ক্যালোরি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অপরাধবোধ থেকে নিজেকে দূরে রাখা। ফিটনেস একধরনের জার্নি। তাই চালিয়ে যেতে হবে’। আরও পড়ুন: রশ্মিকার ডিপফেক ভিডিয়োয় আসল মহিলা কে? সব জেনে কী বলছেন তিনি