গড়গড়িয়ে চলছে ‘সৌম্যা’ ও ‘কপ্পু’র প্রেমের গাড়ি। বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে ভিকি ও সারার 'জারা হটকে জারা বাঁচকে'। ছবিতে ইন্দোরের একজন পাঞ্জাবি মেয়ে সৌম্যার ভূমিকায় অভিনয় করছেন সারা আলি খান। সারার কথায়, এই ছবি ও চরিত্রটি সবসময়ই তাঁর স্মৃতির মণিকোঠায় তোলা থাকবে। সৌম্যার পরা সেই নীল শাড়ি আর মঙ্গলসূত্র সযত্নে তাঁর কাছে রেখে দিয়েছেন বলেও জানিয়েছেন সারা।
সারা ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন ঘটনা সারার জন্য নতুন নয়। এটা একটা ঐতিহ্য, যেটা তিনি মেনে চলেন। অতীতেও নিজের অভিনীত ছবি কিংবা চরিত্রের কিছু জিনিস নিজের কাছে আগলে রেখেছেন সারা। এটা তাঁর কাছে স্মৃতির মতো, এগুলি দেখলে তাঁর শ্যুটিংয়ের দিনগুলির কথা মনে পড়ে যায়। সেই আবেগকে ধরে রাখতেই সারা কিছু জিনিস নিজের কাছে রেখে দেন। ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির ক্ষেত্রেও 'সৌম্যা'র নীল শাড়ি আর মঙ্গলসূত্র রেখে দিয়েছেন সারা।
আরও পড়ুন-দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেত্রী স্নেহাল রাই
আরও পড়ুন-: সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, নববধূ সুদীপ্তাকে সেদিন কী বলেছিলেন ‘বুম্বাদা’?
আরও পড়ুন-দেবচন্দ্রিমার সঙ্গে বিচ্ছেদ! সোশ্যাল মিডিয়ায় 'আনফলো' করা নিয়ে মুখ খুললেন রিজওয়ান

জারা হটকে জারা বাঁচকে
প্রসঙ্গত, ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিতে সারা ও ভিকির রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের। অন্তত বক্স অফিস রিপোর্ট তেমনটাই বলছে। প্রসঙ্গত গত ২ জুন মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির ৮ দিনের মাথায় দেশীয় বাজারে এই ছবির বক্স অফিস কালেকশন ৪০.৬৫ কোটি টাকা। ২ জুন গত শুক্রবার মুক্তির দিন এই সিনেমা ৫.৪৯ কোটির ব্যবসা করে। শনিবার আয় ছিল ৭.২০ কোটি। আর রবিবার ব্যবসা আরও বেড়ে হয় ৯.৯০ কোটি। ফিল্ম বিশ্লেষকদের দাবি, উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইকের পর এটাই ভিকির সর্বোচ্চ আয়কারী ছবি।
প্রসঙ্গত, ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতরেকার, প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিওজ। এই সিনেমায় কপ্পু আর সৌম্যার চরিত্রে দেখা গিয়েছে ভিকি আর সারাকে। যাঁরা কিনা ইন্দোর শহরের এক কমবয়সী দম্পতি। সরকারি স্কিমে বাড়ি কিনতে বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত ভেস্তে যায় তাঁদের সেই পরিকল্পনা। কপিল আর সৌম্যা কি তবে চিরজীবনের মতো আলাদা হয়ে যাবে নাকি ফের স্বাভাবিক হবে তাঁদের সম্পর্ক? সেকথা জানতে হলে সিনেমাহলে গিয়ে দেখতে হবে ‘জারা হটকে জারা বাঁচকে’।