কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েই ঘুরে বেড়িয়েছেন সারা। কাশ্মীরের থাজিওয়াসে পাহাড়ি পথে সাধারণ মানুষের সঙ্গে তাঁদের তাবুকে গিয়েও সময় কাটাতে দেখা যায় সারাকে। সেখানকার এক শিশুকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায় সারাকে। আবার কখনও সেখানকার এক মহিলা ছাগলের দুধ দুইয়ে সারার জন্য চা বানিয়ে দেন।
সারা আলি খান
হতে পারে তিনি নবাব কন্যা, তবে প্রায়শই কোনও না কোনও মন্দির দর্শনে যেতে দেখা যায় সারাকে। কখনও কেদারনাথ, কখনও আবার অমরনাথ, তীর্থযাত্রা করা সারা আলি খানের বড়ই পছন্দের। কয়েকদিন আগেই অমরনাথ যাত্রা শেষে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সইফ-অমৃতা কন্যা সারা, সেটাও আবার একাকী। কাশ্মীর বেড়ানোর নানান মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারা।
কাশ্মীরে গিয়ে থাকার জন্য বিলাসবহুল হোটেলে বাছলেও বেড়ানোর সময় সেখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েই ঘুরে বেড়িয়েছেন সারা। তাঁর পোস্টে হোটেলের পুলে স্নানের সময় একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যায় সারাকে। আবার কখনও কাশ্মীরের থাজিওয়াসে পাহাড়ি পথে সাধারণ মানুষের সঙ্গে তাঁদের তাবুকে গিয়েও সময় কাটাতে দেখা যায় সারাকে। সেখানকার এক শিশুকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায় সারাকে। আবার কখনও সেখানকার এক মহিলা ছাগলের দুধ দুইয়ে সারার জন্য চা বানিয়ে দেন, সেই ভিডিয়োও পোস্ট করেছেন অভিনেত্রী। কখনও আবার সেই তাঁবুতে বসে তাঁদের রান্নাবান্না দেখেছেন সারা, আবার পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে শুয়েও পড়েছেন।