রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিতে তৃপ্তি দিমরি নয়, বরং বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রীর অভিনয় করার কথা ছিল! সারা আলি খানকে ভাবা হয়েছিল এই চরিত্রের জন্য। এমনকি তিনি অডিশনও দিয়েছিলেন অ্যানিম্যাল ছবির জন্য।
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অ্যানি ম্যাল মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই সেটা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রণবীর কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা তো আছেনই, তবে তাঁদের পাশাপাশি নজর কেড়েছেন তৃপ্তি দিমরিও। তিনি রীতিমত চমকে দিয়েছেন তাঁর অভিনয় দিয়ে। তবে এখন তাঁর চরিত্র থেকে অভিনয় নিয়ে যতই চর্চা চলুক, নিজ গুণে অভিনেত্রী যতই প্রশংসা কুড়াক না কেন আদতে এই চরিত্রের জন্য সারা আলি খানকে ভাবা হয়েছিল। তিনি এসে অডিশনও দিয়েছিলেন। ফিল্মফেয়ারের একটি পুরনো রিপোর্ট অনুযায়ী অ্যানিম্যাল ছবির অডিশনের সময় সারা নাকি দারুণ আগ্রহ দেখিয়েছিলেন এই ছবিটিকে নিয়ে।
আরও পড়ুন: হাসি, কান্না, অ্যাকশনে ভরা ডঙ্কির ট্রেলার, পুরোটাই রাজু স্যারের ভিশন, অকপট শাহরুখ
রশ্মিকার মন্দানাকে প্রধান চরিত্রে নির্বাচন করা হয় গেলেও সেকেন্ড লিড চরিত্রের জন্যই অডিশন দেন সারা। কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙা তাঁকে এই ছবির এই চরিত্রটির জন্য ঠিক নিতে চাননি। এই চরিত্রের জন্য সারা তাঁর বিশেষ পছন্দের ছিলেন না। তাঁর মতে এত বোল্ড একটা চরিত্র সারা ফুটিয়ে তুলতে পারতেন না।