দুই সন্তানের মা তিনি। ইউভান-ইয়ালিনিকে নিয়ে সুখের সংসার রাজ-শুভশ্রীর। আর এবার সিনেমার পর্দাতেও 'সন্তান' নিয়ে হাজির টলিপাড়ার এই জনপ্রিয় দম্পতি। ২০ ডিসেম্বর অর্থাৎ চলতি শুক্রবারে আসছে রাজ চক্রবর্তীর এই ছবি। তার আগে ১৮ ডিসেম্বর বুধবার সেই ছবির প্রচারেই শুভশ্রীকে পাশে নিয়ে হাজির ছিলেন রাজ।
সেতো না হয় হল, কিন্তু ছবির প্রচার মঞ্চে এটা কাকে কোলে তুলে নিলেন শুভশ্রী। নাহ ইয়ালিনি তো নয়, তবে কে এই খুদে শিশু? টলি অনলাইনে উঠে আসা একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে ছবি প্রচারে গিয়ে উপস্থিত দর্শকদের কাছ থেকে ছোট্ট শিশুকে কোলে তুলে নেন শুভশ্রী। শিশুটির পরনে লাল সোয়েটার কপালে কাজলের ছোট্ট টিপ আর মাথায় ঝুঁটি। অভিনেত্রী ঠিক পাশে দাঁড়িয়ে থাকা রাজও তখন শিশুটিকে আদরে ভরিয়ে দিলেন। সন্তানসম শিশুটির পিঠে, হাতে চুমু খেয়ে স্নেহ ও আদরে ভরিয়ে দিলেন রাজ। এরপর ফের মঞ্চের সামনে গিয়ে আবার মায়ের কোলে সেই শিশুকে ফিরিয়ে দিলেন অভিনেত্রী। শিশুটি তখনও তার দিকে ফ্যাল ফ্যাল করে বিস্ময়ে দেখতে থাকল।