মাসখানেক আগেই প্রেমিকের নাম, ছবি প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে এবার বাধা পড়তে চলেছেন সাত পাঁকে। ঠিক হয়ে গিয়েছে বিয়ের তারিখও। ৭ ডিসেম্বর হবে সিঁদুর দান। আর তার আগে ২ ডিসেম্বরে হবে আংটি বদল।
দেড় দু বছরের প্রেম সন্দীপ্তা আর সৌম্যর। কিন্তু প্রথম-প্রথম সম্পর্কের কথা গোপনই রেখেছিলেন। পরে চারদিকে গুঞ্জন শুরু হতেই, ইনস্টায় ছবি দিয়ে সন্দীপ্তা জানিয়ে দেন সৌম্যকে ভালোবাসার কথা। তারপর থেকে একাধিকবার দুজনের ছবি এসেছে সামাজিক মাধ্যমে। ভালোবাসাও কুড়িয়েছেন ‘রাণী রাসমণী’-র অভিনেত্রী।
মাত্র হাতে দু মাস, কেমন চলছে বিয়ের প্রস্তুতি? জানা যাচ্ছে, টলিপাড়ার এই জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার। আর প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন বর সৌম্য। মেনুতে থাকছে সব জিভে জল আনা বাঙালি খাবার। মেনুতে থাকছে কড়াইশুঁটি দিয়ে পোলাও, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস। সঙ্গে কিছু ফিউশন খাবারও রাখা হচ্ছে। আরও পড়ুন: দেবশ্রীর কারণে কাজ হাতছাড়া স্বস্তিকার! ‘কেমিস্ট্রি মাসি’ নিয়ে শুরু কোন বিতর্ক?
আর ২ ডিসেম্বর আংটি বদলের দিন লেহেঙ্গা পরবেন সন্দীপ্তা। আংটি বদলের দিন জমিয়ে নাচ-গান করার ইচ্ছে রয়েছে বলে আনন্দবাজারকে জানালেন তিনি। জানা গেল, কাছের মানুষ ও পরিবারের সদস্যদের নিয়ে এখন থেকেই প্রস্তুতি চলছে। সৌম্যকে দিয়েও দু-একটা স্টেপ করানোর ইচ্ছেও রয়েছে হবু কনের মনে মনে।
এদিকে বেশ টেনশনে সৌম্য। বিয়ে নিয়ে উত্তেজনা মনে-মনে থাকছেই। কিন্তু দু-আড়াই মাসে কেনাকাটা, ঘর সাজানো, খাবারদার, নিমন্ত্রিতের তালিকা ঠিক করা নিয়ে পড়ে গিয়েছেন চাপে। পরিবার, বন্ধুবান্ধব, ইন্ডাস্ট্রির সহকর্মীদের নিয়েই বিশেষ দিন উদযাপন করবেন সন্দীপ্তা-সৌম্য। আরও পড়ুন: মিশন রানিগঞ্জকে কেরিয়ারের ‘সেরা ছবি’ বলছেন অক্ষয়! কত কোটি তুলল ঘরে পঞ্চম দিনে?
বিয়ে তো ডিসেম্বরে, হানিমুনটা কবে হবে? সন্দীপ্তা সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমরা দুজনেই বেড়াতে ভালোবাসি। অনেক জায়গায় একসঙ্গে ঘুরেছিও। তবে হানিমুনের পরিকল্পনা এখনও হয়নি। পাহাড় যাব না সমুদ্র, তা একটু সময় নিয়ে ভেবে দেখতে হবে।’
কাজের সূত্রে সন্দীপ্তাকে শেষ দেখা গিয়েছে নষ্টনীড় ওয়েব সিরিজে। পুজোর পর আসছে বোধন ২। নষ্টনীড়ের পরের পার্টও আসার কথা রয়েছে। অর্থাৎ কাজের জায়গায় তুমুল ব্যস্ততা। তবে তারই মাঝে জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতিও।